Malda

মালদহে শুট আউট, তৃণমূলের হাতেই ফের খুন তৃণমূলের অঞ্চল সভাপতি

রাজ্য জেলা

নেতার পর এবার কর্মী। ইংরেজ বাজার পৌরসভার তৃণমূল কাউন্সিলর বাবলা সরকারের পর তৃণমূলের হাতেই খুন হলেন তৃণমূল কর্মী বকুল শেখ। মঙ্গলবার সকালে প্রকাশ্যে রাস্তার শিলান্যাস অনুষ্ঠানে গিয়ে খুন হন বকুল। অভিযোগ দলের কর্মী জাকির শেখ ও তার অনুগামীরা তাকে খুন করেছে। বকুলের সাথে গুলিবিদ্ধ হন আরও একজন দলীয় কর্মী। প্রথমে চিকিৎসার জন্য মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তাঁদের নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। সেখানেই মৃত্যু হয়েছে বকুলের।
১২ দিন আগে নিজের কারখানায় খুন হন তৃণমূল কাউন্সিলর বাবলা সরকার। তাঁর খুনের পর মুখ্যমন্ত্রী পুলিশকে দায়ী করেছিলেন। কিন্তু তদন্তে দেখা গিয়েছে দলের গোষ্ঠী কোন্দলের জন্য খুন হয়েছেন বাবলা সরকার। এবারও আরও এক তৃণমূল নেতা খুন হলেন, তৃণমূলেরই হাতে।

মালদহের কালিয়াচকে বকুল শেখকে লক্ষ্য করে গুলি চালানো হয়। মঙ্গলবার সকালে রাস্তার শিলান্যাস করতে গিয়ে গুলিবিদ্ধ হন অঞ্চল তৃণমূলের সভাপতি বকুল শেখ। তার সঙ্গে আরও এক তৃণমূল কর্মী আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। বকুলের অনুগামীদের দাবি। অপর গোষ্ঠীর লোকেরা এই কাজ করেছে। অভিযোপ উঠেছে তৃণমূলের কর্মী জাকির শেখকে ঘিরে। সূত্রের খবর, জাকির শেখ এবং বকুল শেখের মধ্যে দ্বন্দ্ব আছে। সকালের এই ঘটনা এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। আহত দু’জনকে মালদহ মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। সেখানেই বকুল শেখের মৃত্যুর খবর জানানো হয়।

Comments :0

Login to leave a comment