Toto Drivers Jalpaiguri

টোটো চালকদের বিক্ষোভ জলপাইগুড়িতে

রাজ্য

Toto Drivers Jalpaiguri

জলপাইগুড়ি শহরে টোটোর ন্যূনতম যাত্রীভাড়া বৃদ্ধি ও শহরে চলাচলকারী টোটোচালকদের নতুন পরিচিত পত্র দেওয়ার বিষয়ে পৌরসভার সিদ্ধান্ত দ্রুত কার্যকর করার দাবিতে শুক্রবার জলপাইগুড়ি শহরের সবচেয়ে ব্যস্ততম এলাকা কদমতলা মোড় প্রায় দুই ঘন্টা অবরোধ করে বিক্ষোভ সমাবেশ সংগঠিত করে সিআইটিইউ অনুমোদিত ই-রিকশা চালক ইউনিয়নের সদস্যরা।                                 শহরের দিশারী ক্লাবের মোড়ে জমায়েত হয়ে বেগুনটারি মোড় হয়ে কদমতলা পর্যন্ত টোটো মিছিল করেন টোটো চালকরা। তারপর কদমতলায় বিক্ষোভ সভা শুরু হয়। 
সমাবেশে টোটো চালক ইউনিয়নের নেতৃবৃন্দ দাবি করেন করোনা করোনা পরবর্তী সময়ে অর্থনৈতিক সঙ্কটে ভুগছেন টোটোচালকরা। প্রতিদিনের আয়ের উপর নির্ভরশীল টোটোচালকদের আয় এই সময়কালে বহু অংশে কমে গিয়েছে। অথচ পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস, বিদ্যুৎ, ওষুধ, টোটোর যন্ত্রাংশ সহ নিত্য প্রয়োজনীয় সমস্ত জিনিসের দাম বাড়ছে প্রতিদিন। জলপাইগুড়ি শহরে ২০১৩ সাল থেকে টোটোর ন্যূনতম যাত্রীভাড়া ১০ টাকা। মানুষের হাতে কাজ না থাকায় শহরে কয়েক হাজার শিক্ষিত ছেলেরা প্রায় প্রতিদিন এই পেশার সাথে যুক্ত হচ্ছেন।  ফলে টোটো চালকদের চাপ বেড়েছে।  যাত্রী পাবার ক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছে। টোটোর ন্যূনতম যাত্রী ভাড়া বৃদ্ধি করে ২০ টাকা করার দাবি দীর্ঘদিন থেকে জানিয়েছেন আসছিলেন টোটোচালকরা।  
একই দাবিতে বিগত দিনে পাঁচবার পৌরসভায় স্মারকলিপি ও বিক্ষোভ দেখান টোটোচালকরা।  অবশেষে পুজোর আগে জলপাইগুড়ি পৌরসভা সদর মহকুমা শাসকের উপস্থিতিতে প্রশাসনিক স্তরে টোটো চালকদের সমস্ত ইউনিয়নের সদস্যদের সঙ্গে নিয়ে মিটিং করে সিদ্ধান্ত নেয় জলপাইগুড়ি শহরে গত ২৮ সেপ্টেম্বর থেকে দুই কিলোমিটার পর্যন্ত টোটোর ন্যূনতম যাত্রী ভাড়া হবে ১৫ টাকা। পরবর্তী গন্তব্যে প্রতি কিলোমিটারে ৫ টাকা করে বাড়বে টোটো ভাড়া। সেই মিটিং-ই সিদ্ধান্ত হয় টোটোচালকদের পুরানো পরিচিতি পত্রের বদলে নতুন পরিচিতি পত্র দেওয়া হবে। কিন্তু পরবর্তীতে দুই মাস অতিক্রম করলেও সেই সিদ্ধান্ত কার্যকর হয়নি।         

 

 আর অপেক্ষা করতে রাজি নন টোটো চালকরা।  সে কারণেই রাস্তায় নেমে তাদের এই প্রতিবাদ কর্মসূচি।  এদিন কর্মসূচিতে নেতৃত্ব দেন টোটো চালক ইউনিয়নের জলপাইগুড়ি জেলা সম্পাদক  শুভাশিস সরকার,শ্রমিক নেতা সুদীপ চক্রবর্তী, তোতাই কর, দুলাল রায়, অনিল রায়, কান্তি রাহা, সুবরন সরকার, মানিক দত্ত, সায়ন রায়, অমিত দাস, নিখিল সরকার, বাপ্পা সরকার প্রমুখ নেতৃবৃন্দ।

 


শুক্রবার কদমতলা মোড়ে বিক্ষোভ সভায় পৌরসভার কোনো আধিকারিক উপস্থিত না হওয়ায় টোটোচালকদের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয় সমাবেশে টোটো চালকদের ভিড়ে অবরুদ্ধ হয় জলপাইগুড়ি শহরের কদমতলা মোড়।  টোটোর ভাড়া বৃদ্ধির অর্ডার না দেওয়া পর্যন্ত বিক্ষোভ সভা চলবে বলে জানিয়ে দেন টোটো ইউনিয়নের নেতৃত্ব।  অবশেষে প্রায় দুই ঘন্টা পর জলপাইগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় ফোনে টোটোচালক ইউনিয়নের নেতৃত্বদের সঙ্গে কথা বলেন।  অবরোধ স্থলে উপস্থিত হন কোতোয়ালী থানার আইসি অর্ঘ সরকার, সদর ট্রাফিক ওসি বাপ্পা সাহা সহ পুলিশ প্রশাসনের আধিকারিকবৃন্দ। পুলিশ প্রশাসন ও পৌর প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় টোটো চালকদের নতুন পরিচিতি পত্র আগামী ২৫ নভেম্বর দিয়ে দেওয়া হবে। 

 

 

টোটোর ন্যূনতম যাত্রী ভাড়ার বিষয়ে আগামী ২৮ নভেম্বর আবার মিটিং এ বসতে চায় জলপাইগুড়ি পৌরসভা।  সেখানেই ভাড়া বৃদ্ধির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানানো হয়। প্রশাসনের আশ্বাস পেয়ে এরপর অবরোধ তুলে নেন ই রিকশা চালক ইউনিয়নের নেতৃবৃন্দ।

Comments :0

Login to leave a comment