Migrant Workers Death

স্বরূপনগরের পরিযায়ী শ্রমিকের মর্মান্তিক মৃত্যু মুম্বাইয়ে

রাজ্য

MigrantWorkersDeath নিহত রাজু মন্ডলের শোকার্ত পরিবার

উত্তর ২৪ পরগনার দেগঙ্গার পর এবার স্বরূপনগর। বৃহস্পতিবার মৃত্যু হলো আরও এক পরিযায়ী শ্রমিকের। নাম রাজু মণ্ডল(২৬)। বাবার নাম রউপ মণ্ডল। বাড়ি স্বরূপনগর থানার গোবিন্দপুর গ্রামে। গ্রামে কাজ না পেয়ে বছর দশেক আগে বাবা মায়ের সাথে মুম্বাই চলে যায় রাজু। সেখানে সে নির্মাণ শ্রমিক হিসাবে কাজ করতেন। মাঝে মাঝে বাড়ি যাতায়াত করতেন। বাড়িতে তাঁর স্ত্রী আড়াই বছরের বাচ্চাকে নিয়ে একাই থাকেন। এদিন রাজুর মৃত্যুর খবর তাঁর পরিবারে এবং গ্রামে এসে পৌঁছালে শোকের আবহ তৈরী হয় এলাকায়। জানা গিয়েছে এদিন সে নির্মাণ শ্রমিকের কাজ করতে গিয়ে ছাদ থেকে পড়ে মারা যায়।
মুম্বাইয়ের টাওয়াতে এদিন বহুতল নির্মাণের কাজ চলছিল। রাজু লিফটের চড়ে মাথার ইমারতি দ্রব্য নিয়ে ওঠার সময় লিফটের নাট ঢিলে হয়ে যাওয়ার কারণে সে পাঁচতলা সমান উচুঁ থেকে লিফট ছিড়ে নিচে পড়ে যায়। মাথায় গুরুতর আঘাত লাগে। স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। রাজুর মা মাফিয়া মণ্ডল তিনিও নির্মাণ শিল্পের সাথে যুক্ত। বর্তমানে ঘটনাস্থলে তিনি রয়েছেন। এদিকে রাজুর বাবা রউপ মণ্ডল গত কয়েকদিন আগে গ্রামে ফিরে আসে জমির ধান কাটার কাজে। ঘরে স্ত্রী রুমা মণ্ডল ও একরত্তি ছেলে রোহন। রাজুর আকস্মিক মৃত্যুতে অনিশ্চিত জীবনের পথে রুমা।

Comments :0

Login to leave a comment