MD SALIM IN TRIPURA

ত্রিপুরায় জনসভা: অসত্য, হিংসাকে হারানোর আহ্বান সেলিমের

জাতীয়

MD SALIM IN TRIPURA বৃহস্পতিবার ত্রিপুরার রাজনগর বিধানসভা কেন্দ্রে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন মহম্মদ সেলিম।

ভয় একবার ভেঙে গেলে কোনও বাধা মানেন না জনতা। শ্রীলঙ্কা তার প্রমাণ। ত্রিপুরায় শান্তিপূর্ণ নির্বাচন চায় বামফ্রন্ট। আইন মেনে কাজ করুক নির্বাচন কমিশন এবং পুলিশ। 

বৃহস্পতিবার ত্রিপুরায় নির্বাচনী জনসভায় এই মর্মেই হুঁশিয়ারি দিয়েছেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তিনি বলেছেন, ‘‘আরএসএস কেবল গান্ধীকে খুন করেনি। গান্ধীবাদকেও খুন করছে। অহিংসার নয়, ওদের মন্ত্র হিংসা। আর ‘সত্যমেব জয়তে’-কে সরিয়ে অসত্যের জয় ঘোষণা করছে। গতবার নির্বাচনে ত্রিপুরায় সংবাদমাধ্যম, সোশাল মিডিয়ায় কোটি কোটি টাকা খরচ করে এমনই বাতাবরণ তৈরি করা হয়েছিল।’’ 

এদিন রাজনগর বিধানসভায় বামফ্রন্টের জনসভায় তিনি বলেছেন, ‘‘বিজেপি আর এসএসএস প্রথমে আঘাত করেছে বামপন্থীদের ওপর, লাল ঝান্ডার ওপর। কিন্তু আঘাত সেখানেই থেমে থাকেনি। আক্রান্ত হয়েছেন সাধারণ মানুষ। সব বিরোধী। সংবাদমাধ্যম। রাজ্যে আইনের শাসন ফেরাতে, শান্তি ফেরাতে কংগ্রেসের মতো অন্য শক্তির সঙ্গে একযোগে নামতে হয়েছে বামপন্থীদের।’’ 

বিজেপি শাসনে ত্রিপুরার পরিস্থিতিকে আগুন লাগার সঙ্গে তুলনা করেছেন সিপিআই(এম)’র এই পলিট ব্যুরো সদস্য। তিনি বলেছেন, ‘‘বাড়িতে আগুন লাগলে সুস্থ মানুষ বালতি হাতে ছুটে আসেন সবাই মিলে। আমরা তাই করছি। কারণ ত্রিপুরার ভবিষ্যতের প্রশ্ন এর সঙ্গে জড়িত। আর বিজেপি-আরএসএস আসছে পেট্রোল হাতে, আগুন আরও বাড়ানোর জন্য।’’ 

দেশজুড়ে বিজেপি’র কর্মকাণ্ড বোঝাতে ভীমা কোরেগাঁও, হাথরসে সাংবাদিক সিদ্দিকি কাপ্পানের গ্রেপ্তারির প্রসঙ্গ টেনেছেন সেলিম। তিনি বলেন, ‘‘স্ট্যান স্বামী, ভারভারা রাওদের মতো সমাজকর্মীদের জেলে বন্দি করে রাখা হয়েছে কড়া আইনে। অথচ অপরাধের প্রমাণ হাজির করতে পারেনি। ভীমা কোরেগাওঁয়ে বছরের পর বছর বিজয় দিবস পালন করেন দলিতরা। আরএসএস তার বিরোধী। হাথরসে দলিত কন্যাকে পুড়িয়ে হত্যা করা হলো। খবর করতে যাওয়ার গ্রেপ্তার করে আটকে রাখা হলো আঠারো মাস। আরএসএস মনুস্মৃতি মানে। মহিলা, দলিত, আদিবাসী, মুসলিম, খ্রীস্টানকে মানুষ মনে করে না।’’ 

কেরোসিন তেল ১৪ টাকা থেকে ১০০ টাকা ছাড়িয়ে, পেট্রোল-ডিজেলের দাম আকাশছোঁয়া, নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রিত্বের মেয়াদে তিনগুন বেড়েছে রান্নার গ্যাসের দাম। সমানে দাম বাড়ছে খাদ্যের। প্রতিদিন আমজনতার যা লাগে, সেই সব কিছুর। সেলিম মনে করিয়েছেন এই বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল দাম কমানোর, ‘মিসড কলে’ চাকরির। অথচ দেশে মারাত্মক অবস্থা বেকারির। তখন আমিষ, নিরামিষ বিবাদ খাড়া করছে। 

সেলিম বলেন, ‘‘বামপন্থা চায় সকলের জন্য খাবার। আর খাবার আমিষ না নিরামিষ তা নিয়ে বিবাদ তৈরি করে দক্ষিণপন্থা। ফারাক এখানেই।’’ তিনি বলেন, বামপন্থীরা ত্রিপুরায় সরকার চালিয়েছে। যা করা সম্ভব সেই কাজ করেছে। মিথ্যা প্রতিশ্রুতি দেয়নি। মানুষকে ধাপ্পা দেয়নি।’’ 

Comments :0

Login to leave a comment