Venezuela Trump

ভেনেজুয়েলায় সরাসরি সেনা নামানোর ফন্দি ট্রাম্পের

আন্তর্জাতিক

কারাকাসে জনসংযোগে মাদুরো।

সরাসরি ভেনেজুয়েলার ভূখণ্ডে সেনা অভিযানের মতলব আঁটছে আমেরিকা। প্রতিরক্ষা সচিব পিটার হেগসেথ অত্যাধুনিক বিমানবাহী যুদ্ধজাহাজকে তৈরি থাকার নির্দেশ দিয়েছেন।
আমেরিকার সংবাদমাধ্যমেই এই মর্মে প্রকাশিত হয়েছে সংবাদ। ট্রাম্প প্রশাসন প্রচার ছড়িয়েছে যে ভেনেজুয়েলায় নিষিদ্ধ মাদক উৎপাদন হয় এমন এলাকায় অভিযান চালানোর দিকে নজর দেওয়া হচ্ছে।
আমেরিকার প্রচারকে কড়া আক্রমণ করেছে ভেনেজুয়েলা। রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো কারাকাসের সভায় বলেছেন, ‘‘বিকৃত, অপরাধমূলক এবং চূড়ান্ত মিথ্যা ছড়াচ্ছে আমেরিকা।’’ 
মাদুরো সরাসরি বলেছেন, ‘‘ভেনেজুয়েলায় নিষিদ্ধ মাদক তৈরি হয় না। কোকেন তৈরির চক্র ভেনেজুয়েলায় নেই। দেশের পুলিশ, সামরিক বাহিনী এবং গোয়েন্দা সংস্থার যৌথ তৎপরতায় কোকেন উৎপাদন থেকে মুক্ত করা গিয়েছে ভেনেজুয়েলাকে।’’ 
আন্তর্জাতিক স্তরে মাদক পাচার সংক্রান্ত আলোচনায় ভেনেজুয়েলা উৎপাদক বা পাচারকারী দেশ হিসেবে চিহ্নিতও নয়। ভেনেজুয়েলার নির্বাচিত বামপন্থী শাসনকে জোর করে উচ্ছেদের জন্য মাদক পাচারের অজুহাত দিয়ে তৎপরতা শুরু করেছে আমেরিকা। ক্যারিবিয়ানে মোতায়েন করা হয়েছে আমেরিকার নৌবাহিনীকে। 
আমেরিকার সামরিক সজ্জার সমালোচনার করেছেন কলম্বিয়ার রাষ্ট্রপতি গুস্তাভো পেট্রো। ট্রাম্প সঙ্গে সঙ্গে পেট্রোকে মাদক পাচারকারী বলেছেন। আমেরিকার তীব্র সমালোচনা করেছে লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ানের দেশগুলির জোট আলবা। 
মার্কিন সংবাদমাধ্যম জানাচ্ছে, একাধিক পরিকল্পনা নাড়াচাড়া করছে ট্রাম্প প্রশাসন। আন্তর্জাতিক জলভাগে ভেনেজুয়েলার বিভিন্ন জলযানকে আক্রমণ করছে আমেরিকার যুদ্ধজাহাজ। সম্প্রতি একটি জলযানে গোলা ছুঁড়ে হত্যা করা হয়েছে ৬ জনকে। গত মাসে মাদক পাচারের বিরুদ্ধে অভিযানের নামে ক্যারিবিয়ানে আমেরিকার নৌসেনার গোলায় নিহত হয়েছে ভেনেজুয়েলার ৪৩ নাগরিক। 
মাদুরো কারাকাসে বলেছেন, ভেনেজুয়েলার ৯৪ শতাংশ নাগরিক শান্তির পক্ষে। আমেরিকানরা কি যুদ্ধ চাইছেন? তাঁর সংযোজন, ভেনেজুয়েলাকে খাটো করে দেখছে আমেরিকা। যোগ্য জবাব দিতে তৈরি ভেনেজুয়েলার জনতার।

Comments :0

Login to leave a comment