Donald Trump Capitol Hill

ক্যাপিটল হিল হামলায় দোষীদের দেশপ্রেমিক বলে শাস্তি মকুবের ঘোষণা ট্রাম্পের

আন্তর্জাতিক

ডোনাল্ড ট্রাম্প হেরেছিলেন সেবার। আমেরিকার ২০২০’র রাষ্ট্রপতি নির্বাচনে হারের পরই জানিয়েছিলেন রায় তিনি মানেন না। ২০২১’র ৬ জানুয়ারি আমেরিকার জাতীয় আইনসভায় তাণ্ডব চালায় তাঁর অনুগামীর। এমন প্রায় দেড় হাজার অনুগামীর শাস্তি রদের পক্ষে ঘোষণা করলেন ট্রাম্প। উগ্র দক্ষিণপন্থার সুরেই ট্রাম্প এই হামলাবাজদের বলেছেন ‘দেশপ্রেমিক’। বলেছেন, রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে তাঁদের প্রতি বড় অন্যায় হয়েছে!
ক্যাপিটল হিলে মার্কিন সরকারের গুরুত্বপূর্ণ বিভিন্ন দপ্তর রয়েছে। মার্কিন কংগ্রেসের ভবনও এখানেই।
সোমবারই মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি পদে দ্বিতীয়বার শপথ নিয়েছেন। তারপর থেকেই একের পর এক ঘোষণায় আগ্রাসী নীতি স্পষ্ট করছেন রিপাবলিকান রাষ্ট্রপতি। 
এদিন ট্রাম্পের ঘোষণা, ক্যাপিটল হিল হিংসায় সাজা পাওয়া প্রায় ১৫০০ অপরাধীর শাস্তি মকুব করবেন তিনি। রাষ্ট্রপতির ক্ষমতা প্রয়োগ করে সরাসরি যাদের শাস্তি মকুব করা যাবে না তাদের হয়ে আদালতে সওয়াল করবে তাঁর প্রশাসন।
ক্যাপিটল হিল দাঙ্গাকে সরাসরি উগ্র দক্ষিণপন্থার মরিয়া আক্রমণ বলেই চিহ্নিত করে বিভিন্ন অংশ। রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হওয়ার পর থেকেই আমেরিকার ইতিহাস নতুন করে লেখার প্রকল্পকে জোরদার করতে নেমেছেন ট্রাম্প। বিরোধ তৈরি করছেন কানাডা, মেক্সিকোর সঙ্গে। 
যে অপরাধীদের ছাড়ের ঘোষণা ট্রাম্প করেছেন তার মধ্যে পুলিশকে আক্রমণে অপরাধীরাও রয়েছে। 
২০২০-তে ডেমোক্র্যাটিক পার্টি জো বাইডেনের হাতে পরাজিত হয়েছিলেন ট্রাম্প। এবার কমলা হ্যারিসকে হারিয়ে জয়ী হয়েছেন ফের।

Comments :0

Login to leave a comment