UCL Match Preview

আজ হাল্যান্ড বনাম গাভারদিয়ল

খেলা

UCL Match Preview

বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে মুখোমুখি হবে ম্যাঞ্চেস্টার সিটি ও আরবি লিপজিগ। এই মুহূর্তে ইংলিশ প্রিমিয়ার লিগ তালিকায়  দ্বিতীয় স্থানে রয়েছে ম্যাঞ্চেস্টার সিটি। গত ম্যাচেই নটিংহ্যাম ফরেস্টের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল। অন্যদিকে শেষ ম্যাচ জেতা আরবি লিপজিগ ঘরোয়া লিগে পঞ্চম স্থানে রয়েছে। এই মরশুমে তাঁরা মোটামুটি প্রভাব ফেলেছে। যদিও, চ্যাম্পিয়ন্স লিগে তাদের প্রথম তিনটি নক-আউট খেলা জয়ের পর, আরবি লিপজিগ শেষ তিনটি খেলায় হেরেছে। একটি গোলও করতে পারেনি তাঁরা। 


এখনও পর্যন্ত ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটি এবং আরবি লাইপজিগের মধ্যে খেলা দুটি ম্যাচে মোট ১২টি গোল হয়েছে। দুই দলই একটি করে ম্যাচ জিতেছে। গ্ৰুপ জির শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটি চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপের শেষ ম্যাচে ৩-১ গোলে হারায় সেভিয়াকে হারিয়েছিল। কিন্তু বিরতির পর রাউন্ড ১৬-র প্রথম ম্যাচ তাঁরা খেলতে নামছে জার্মানির মাঠে। সিটি শেষ ম্যাচে ছোট দলের কাছে আটকে গেলেও দলের সবাই মোটামুটি ছন্দেই আছেন। ধারাবাহিকও। বিপক্ষের সবচেয়ে বেশি চিন্তার কারণ হয়ে দাঁড়াবেন আর্লিং হাল্যান্ড। তবে তাঁকে রোখার জন্য প্রস্তুত বিশ্বকাপের সেরা ডিফেন্ডার জস্কো গাভারদিয়ল। তবে তাঁকে আটকালেও ফোডেন, ডি ব্রুইন ও গ্রিলিসরা রয়েছেন। 

লিপজিগের পক্ষে সহজ হবে না। তেমনই, লিপজিগের দলে তারকা রয়েছে। যারা ম্যান সিটি ডিফেন্সকে ব্যস্ত রাখতে পারবেন। ফোর্সবার্গ, সোবোস্লাই, টিমো ওয়ার্নার এবং আন্দ্রে সিলভা। এঁদের আটকানো আকাঞ্জি, ও এঁকের পক্ষে সহজ হবে না।
অন্যদিকে, ইন্টার মিলানের সামনে পোর্তো। ম্যাচের আগের দিন প্রাক্তন ইন্টার মিলান ফুটবলার আদ্রিয়ানো জানিয়েছেন, পোর্তোর বিরুদ্ধে হ্যাটট্রিক করবেন রোমেলু লুকাকু। এতটা সহজ হবে না। কারণ বিপক্ষ ডিফেন্সে রয়েছেন পেপে। ইন্টার ম্যাচ জিততে হলে, মেহেদী তারেমিকে বড় ভূমিকা নিতে হবে।
 

Comments :0

Login to leave a comment