VI Lenin

আজ কমরেড লেনিনের জন্মদিবস

আন্তর্জাতিক

  মঙ্গলবার কমরেড ভি আই লেনিনের ১৫৬তম জন্মদিবস উদ্‌যাপিত হবে সারা দুনিয়ার সঙ্গে এরাজ্যেও। লেনিনের জন্মদিবসে ভারতের বর্তমান প্রেক্ষাপটে তাঁকে শ্রদ্ধায় স্মরণের কর্মসূচি নিয়েছে সিপিআই(এম)’র পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি। মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটায় কলকাতায় প্রমোদ দাশগুপ্ত ভবনের অডিটোরিয়ামে লেনিনের জন্মদিবস উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হবে, সভায় বলবেন সিপিআই(এম)’র সাধারণ সম্পাদক এম এ বেবি এবং পার্টির রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। সভাপতিত্ব করবেন পার্টির পলিট ব্যুরোর সদস্য শ্রীদীপ ভট্টাচার্য। এর আগে সকাল সাড়ে দশটায় ধর্মতলায় লেনিন মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধাজ্ঞাপন করা হবে বামফ্রন্টের পক্ষ থেকে। জেলাগুলিতেও বামফ্রন্টের পক্ষ থেকে লেনিনের জন্মদিবস উদ্‌যাপনে নানা অনুষ্ঠান করা হবে। 
বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্রের সফল রূপকার লেনিনের জন্ম ১৮৭০ সালের ২২এপ্রিল তৎকালীন রাশিয়ার সিমবির্স্ক শহরে। শ্রমিক কৃষকদের সংগঠিত করে জারশাসিত রাশিয়ার বুকে তৎকালীন সাম্রাজ্যবাদীদের দুর্বলতম গ্রন্থিতে আঘাত করে বিপ্লব সফল করতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। পুঁজিবাদের সর্বোচ্চ স্তর সাম্রাজ্যবাদকে সঠিকভাবে চিহ্নিত করে তিনি মার্কসবাদের বিকাশ ঘটিয়েছিলেন। আজকের দুনিয়ায় পুঁজিবাদের হাত ধরে উগ্র দক্ষিণপন্থা ও নয়া ফ্যাসিবাদের বিপদের মুখে লেনিনের প্রাসঙ্গিকতা সর্বত্র অনুভূত হচ্ছে।
 

Comments :0

Login to leave a comment