Biswa Bharati student 'kidnapped'

বিশ্বভারতী থেকে ‘অপহৃত’ বিদেশী পড়ুয়া! কুড়ি ঘন্টা পরেও মেলে নি খোঁজ

রাজ্য

বার্মার এক গবেষক পড়ুয়াকে অপহরণের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে বিশ্বভারতীতে। গত বৃহস্পতিবার দুপুরে শান্তিনিকেতনের ইন্দিরাপল্লীর ভাড়া বাড়ি থেকে আট-দশ যুবক বিদেশী পড়ুয়াকে অপহরণ করে নিয়ে যায় বলেই জানা গেছে। ঘটনার কুড়ি ঘন্টা কেটে যাওয়ার পরেও খোঁজ মেলে নি ওই পড়ুয়ার। অপরহরণের কারন নিয়ে ধোঁয়াশাও কাটে নি। স্থানীয় সূত্রে জানা গেছে, মায়ানমারের পড়ুয়া পান্না চারা বাড়ি ভাড়া নিয়ে থাকতেন ইন্দিরা পল্লীতে। গত বৃহস্পতিবার দুপুর ২টো নাগাদ সেই বাড়িতে চড়াও হয় আট-দশ জন যুবক বলে জানা গেছে। সংস্কৃত বিভাগে গবেষনারত বার্মার ওই পড়ুয়াকে হূমকি দিয়ে জোর জবরদস্তি তুলে নিয়ে যায় তারা। সেই সময় বিদেশী পড়ুয়ার এক বন্ধুও ঘটনাস্থলে ছিল। সেই বন্ধুর মোবাইলও কেড়ে নেওয়া হয়। এরপর ওই বন্ধুই খবর দেয় বিশ্বভারতী কর্তৃপক্ষকে। কর্তৃপক্ষের তরফে শান্তিনিকেতন থানায় মেল মারফত অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিস। তবে অপহরণকারীরা কারা ? কি কারনে বিদেশি পড়ুয়ার উপর তাদের আক্রোশ ? এব্যাপারে এখনও কিছুই জানতে পারা যায় নি। ইন্দিরা পল্লীরই প্রত্যক্ষদর্শী এক বাসিন্দা জানিয়েছেন, ‘‘গাড়ি করে আট-দশ জন ছেলে এসেছিল। তারা ওই পড়ুয়ার খোঁজ করছি। কারন জানতে চাইলে তারা কলকাতা থেকে এসেছে বলে জানায়। পড়ুয়াটির সাথে বিশেষ দরকারের কথা বলে। আর কিছু আমাদের বলে নি।’’ ইউনেস্কোর হেরিটেজ তকমা পাওয়ার এক সপ্তাহও কাটে নি। তারমধ্যেই বিদেশী পড়ুয়া অপহরণের এই ঘটনা ব্যাপক চাঞ্চল্য ফেলে দিয়েছে শান্তিনিকেতন জুড়ে। স্বাভাবিকভাবেই যা চূড়ান্ত উদ্বেগের জন্ম দিয়েছে পড়ুয়া, অভিভাবক, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মধ্যে।

Comments :0

Login to leave a comment