নরেন্দ্র মোদী সরকারের ৯ বছরের কাজের খতিয়ান তুলে প্রচারে নামতে হবে সরকারি আধিকারিকদের। সরাসরি এই মর্মে নির্দেশিকা জারি করেছে কেন্দ্র। নির্বাচনী প্রচারে সরকারি আধিকারিকদের প্রচারকের ভূমিকা নিতে নির্দেশ দেওয়ায় প্রতিবাদে সরব হয়েছে বিভিন্ন অংশ।
সিপিআই(এম) সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি এই নির্দেশিকাকে সরকারি ক্ষমতার নির্লজ্জ অপব্যবহার আখ্যা দিয়েছেন। নির্দেশিকার এখনই প্রত্যাহার করার দাবিতে সরাসরি প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন জাতীয় কংগ্রেস সভাপতি এবং রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে।
সরকারি নির্দেশিকার প্রতিলিপি ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়াতেও। সেই প্রতিলিপি অনুযায়ী, বিজেপি সরকার নির্দেশ দিয়েছে সচিব, সহকারী সচিব এবং ডিরেক্টর পদমর্যাদার আধিকারিকদের তালিকা তৈরি করতে। এই আধিকারিকরা কেন্দ্রের গত ৯ বছরের সাফল্য সম্পর্কে জনগণকে অবহিত করবেন। তাঁদের বলা হবে ‘জেলা রথ প্রভারি’। দেশের ৭৫৬টি জেলাতেই প্রচারের জন্য সব মন্ত্রককে এমন আধিকারিকের নামের তালিকা তৈরি করতে হবে। ২০ নভেম্বর থেকে ২৫ জানুয়ারি চলবে এই ‘বিকশিত ভারত সঙ্কল্প যাত্রা’।
বিজেপি সভাপতি জেপি নাড্ডা পালট ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। তিনি বলেছেন, ‘‘কংগ্রেস এবং বিরোধীদের এত আপত্তির কারণ বোঝা যাচ্ছে না। সরকারি আধিকারিকদের কাজ সরকারি পরিষেবা তৃণমূল স্তরে পৌঁছানো। তার জন্যই এই নির্দেশিকা দেওয়া হয়েছে।’’
কিন্তু নির্দেশিকার বক্তব্যেই বোঝা গিয়েছে পরিষেবা পৌঁছানো নয়, মূল উদ্দেশ্য নির্বাচনী প্রচারে সরকারি আধিকারিকদের নামানো। সার্কুলারে বলা হয়েছে, ‘‘২.৬৯ পঞ্চায়েতে যাতে প্রচার পৌঁছায় সে দিকে নজর দিতে হবে। রথযাত্রার সমন্বয়ের জন্য কেবল দিল্লি এবং সংলগ্ন এলাকার প্রচারে শীর্ষ স্তরের ১৫ জন আধিকারিকের নাম ঠিক করতে বলা হয়েছে।’’
ইয়েচুরি বলেছেন, ‘‘সব মন্ত্রক এবং আধিকারিকদের নামানো হচ্ছে আসলে নির্বাচনী প্রচারের জন্য। এই প্রয়াস অতীতে কোনোদিন দেখা যায়নি। ভয়াবহ মাত্রায় সরকারি ক্ষমতার অপব্যবহার হচ্ছে। এমনকি সেনা এ রেলকেও বলা হয়েছে প্রচারে যুক্ত হতে।’’
মল্লিকার্জুন খাড়গে বলেছেন, ‘‘সেনাদের নির্দেশ দেওয়া হয়েছে ছুটিতে বাড়ি গেলেও সরকারি সাফল্যের প্রচার করতে হবে। সেনারা ছুটির সময় পরিবারের সঙ্গে থাকতে পারবেন না। এমন নির্দেশিকা নজিরবিহীন।’’
নাড্ডার বক্তব্যের জবাবে খাড়গে বলেছেন, ‘‘সরকারি আধিকারিক বা সেনার কাজ সরকারি সাফল্যের প্রচারে নামা নয়। সরকারি পরিষেবা সব স্তরে পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন স্তরকে দিয়ে কাজ করানো। রথযাত্রা করে বেড়ানো তাঁদের কাজ নয়। আসলে সারা দেশে মোদী সরকারের বিরুদ্ধে ক্ষোভ তীব্র হয়েছে। সেই কারণেই এবার আধিকারিকদের নামানো হচ্ছে প্রচারে।’’
ইয়েচুরি এবং খাড়গের মতো বিভিন্ন অংশই এই নির্দেশিকা বাতিল করার দাবি জানিয়েছেন।
Comments :0