Adhir Ranjan Chowdhury

‘তাড়িয়ে দেওয়ার’ হুমকি মন্ত্রীর, তীব্র প্রতিবাদ অধীরের

রাজ্য জেলা

বিধানসভা নির্বাচনের আগে ভয় দেখাতে নেমেছে তৃণমূল। চাকুলিয়ার প্রাক্তন বিধায়ক আলি ইমরান রমজকে ঘিরে মন্তব্যের প্রতিবাদে একথা বলেছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। 
কংগ্রেস নেতা আলি ইমরান রামজকে আক্রমণ করেছেন রাজ্যের মন্ত্রী তৃণমূলের গোলাম রব্বানি। ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ করে অধীর চৌধুরী বলেছেন, মন্ত্রীকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। জনতাকে সঙ্ঘবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। 
রবিবার গোয়ালপোখরের ধরমপুর এলাকায় তৃণমূল কংগ্রেসের কর্মসূচি ছিল। সেখানেই মন্ত্রী গোলাম রব্বানি বলেন, "বিজেপির সঙ্গে আঁতাত রয়েছে ভিক্টরের। গোয়ালপোখর, করণদিঘি কিংবা ইসলামপুরে ভিক্টরকে দেখলেই তাড়িয়ে দিন।" এই কুৎসিত মন্তব্যের জন্য গোলাম রব্বানিকে গ্রেপ্তারের দাবিতে সোমবার চাকুলিয়া থানার সামনে ৫ ঘন্টা ধরে চলে বিক্ষোভ। এলাকার সাধারণ মানুষ আন্দোনলের চাপে অভিযোগ নিতে বাধ্য হয় পুলিশ। 
মঙ্গলবার সাংবাদিক বৈঠকে অধীর চৌধুরী বলেন, "ভিক্টরকে যে ভাবে অপমান করেছে তৃণমূলের মন্ত্রী তাতে করে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। পশ্চিমবঙ্গ কারোর পৈতৃক সম্পত্তি নয় যে ঘাড়ধাক্কা দিয়ে বের করে দেবেন। ওই এলাকার মানুষ এই ঘটনার প্রতিবাদে ও ভিক্টরের সমর্থনে দীর্ঘক্ষণ থানার সামনে বিক্ষোভ করেন।"
অধীর আরও বলেন, "নির্বাচনের প্রায় ১ বছর আগে থেকেই আসন হারানোর ভয়ে ভয়ভীতির পরিবেশ তৈরির চেষ্টা চলেছে। তাই আগামী দিনে মানুষকে তার গণতান্ত্রিক অধিকার রক্ষা করার জন্য সঙ্ঘবদ্ধ হতে হবে।"
উল্লেখ্য, বামপন্থীরা দীর্ঘদিন ধরে এই হুমকি সংস্কৃতির বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলনে শামিল। বামপন্থীরা বলেছেন, অপরাধের প্রতিবাদে শামিল হলেই প্রতিবাদীদের হেনস্তা করে তৃণমূল এবং পুলিশ। অথচ অপরাধীরা বিনা বাধায় ঘুরে বেড়ায়।

Comments :0

Login to leave a comment