মন্দারমণির একাটি বিলাসবহুল হোটেল থেকে তৃণমূল নেতার ঝুলন্ত দেহ উদ্ধার। মৃতের নাম আবুল নাসার- ওরফে বাপ্পা (৩৪)। উত্তর ২৪ পরগনা আমডাঙার এলাকার বাসিন্দা। তৃণমূল উপ-প্রধানের স্বামী। জানা গেছে, দু'দিন আগেই সঙ্গীদের সঙ্গে মান্দারমনি এসেছিলেন আবুল নাসার। শনিবার তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এই দেহ ঘটনাকে ঘিরে রহস্য দানা বেঁধেছে। যদিও কি কারণে মান্দারমনি এসেছিলেন তা এখনও জানা যায়নি। কেউ বলছেন ব্যবসায়ী কারণে লেনদেন, কেউ বলছেন ঘুরতে এসেছিলেন। তবে কিসের ব্যবসা কিসের লেনদেন তদন্ত করছে পুলিশ।
পুলিশ সুত্রে পাওয়া খররের বিবরণে জানা গেছে, দু'দিন আগেই সঙ্গিসহ মান্দারমনি এসেছিলেন আবুল নাসার। এদিন সকালে হোটেল কর্মীরা ডাকতে এসে সাড়া না পেয়ে মান্দারমনি কোস্টাল থানায় খবর দেয়। পুলিশ এসে ঝুলন্ত অবস্থায় হোটেলের রুম থেকে মৃতদেহ উদ্ধার করে। রুমের দরজা ভেতর থেকে বন্ধ ছিল, তাই দরজা ভেঙে মৃতদেহ উদ্ধার করা হয়। জানা গেছে, আবুল নাসার এলাকার প্রভাবশালী তৃণমূল নেতা তাঁর স্ত্রী ওই অঞ্চলের উপপ্রধান।
দেহ উদ্ধারের ঘটনায় তদন্তে নেমে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে হোটেলের কর্মীদের। যোগাযোগ করা হয় তৃণমূল নেতার পরিবারের সদস্যদের সঙ্গে। দেহ ময়না তদন্তের জন্য কাঁথি মহাকুমা হাসপাতালে পাঠায়। খবর পেয়ে পরিবারের লোকজন কাঁথি মহকুমা হাসপাতালে পৌঁছে যায়। পরিবারের কাছ থেকে জানা যায় জমি জায়গা সংক্রান্ত কোন বিবাদ থাকতে পারে। পুলিশ ওই তৃণমূল নেতার দুই সঙ্গী সঙ্গীকে আটক করেছে। তাদের মধ্যে একজন তাঁর প্রতিবেশী এবং একজন মহিলা। তিনি সম্পর্কে বিজনেস পার্টনারের ভাগ্নী। যদিও কিসের বিজনেস সেই বিষয়ে কিছু জানা যায়নি। জমি জায়গার অংশীদার সম্পর্কে ভাগ্নীর সঙ্গে কোনরূপ গন্ডগোল থাকলেও থাকতে পারে অনুমান করছে পরিবারের লোকজন। মৃতের স্ত্রীর দাবি, তাঁর স্বামীকে খুন করা হয়েছে। মান্দারমনি কোস্টাল থানার পুলিশ আটক দুইজনকে জিজ্ঞাসাবাদ করছে। তাদের সঙ্গে আর কেউ ছিল কিনা অনুসন্ধান চালাতে হোটেলের রেজিস্টার খাতা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
কাঁথির অতিরিক্ত পুলিশ সুপার(গ্রামীণ) শুভেন্দ্র কুমার বলেন, ‘‘৩৪ বছর বয়সী এক যুবকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। ঘটনায় একজন যুবক ও এক তরুণীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, সম্পর্কের টানাপোড়েন থাকতে পারে এই ঘটনার পেছনে। তবে তদন্ত শেষ না হলে নিশ্চিত ভাবে কিছু বলা সম্ভব নয়।’’
তবে কি কারণে সঙ্গীদের নিয়ে মান্দারমণিতে এসেছিলেন ওই তৃণমূল নেতা? কিভাবে তাঁর মৃত্যু হল? তা এখনো জানা যায়নি। সূত্রের খবর, রাতে ওই তৃণমূল নেতার সঙ্গে এক মহিলাও ছিলেন। ফলে এটা খুন নাকি আত্মহত্যা, তা নিয়ে দানা বাঁধছে রহস্যের। তবে এই ঘটনা ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে মন্দারমনি থানার পুলিশ।
TMC Leader Dead Body Found
বিলাসবহুল হোটেল থেকে উদ্ধার তৃণমূল নেতার ঝুলন্ত দেহ
×
Comments :0