পাওনা দুশো টাকা না দেওয়ায় বসচা থেকে ব্যক্তিকে খুনের অভিযোগ উঠল শিলিগুড়ির পোড়াঝাড় এলাকায়। নিহত ব্যক্তির নাম সজল কর্মকার(৪৮)। শিলিগুড়ির পোড়াঝাড় এলাকার বাসিন্দা। অভিযুক্তকে গ্রেপ্তার করে তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সজল কর্মকার প্রতিবেশী এক যুবক মন্টু বর্মনের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলেন। কথা মতো টাকা ফিরিয়েও দিয়েছিলেন সজল। কিন্ত দুশো টাকা তিনি দেননি। সেই টাকা চাইতেই সোমবার রাতে সজল ও মন্টুর মধ্যে বসচা বাঁধে। বসচা থেকে শুরু হয় হাতাহাতি। অভিযোগ সেই সময়ই ছুরি নিয়ে সজলের উপর হামলা চালায় মন্টু। হামলায় মাটিতে লুটিয়ে পড়েন সজল। তাঁকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সজলকে মৃত বলে ঘোষণা করেন।
মৃতের মেয়ে মন্টুর বিরুদ্ধে নিউ জলপাইগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে ঘটনার তদন্তে নেমেছে নিউ জলপাড়গুড়ি থানার পুলিশ।
Siliguri
২০০ টাকার জন্য ব্যক্তিকে কুপিয়ে খুনের অভিযোগ

×
Comments :0