Adibasi

কেন্দ্র এবং রাজ্য সরকারের বিরুদ্ধে সরব আদিবাসী সংগঠন গুলি

রাজ্য

ছবি প্রতীকি

রাজ্যের মন্ত্রী এবং তৃণমূল নেতা অখিল গিরির মন্তব্য অত্যন্ত কুরুচিপূর্ন। তাচ্ছিল্যের মনোভাবও স্পষ্ট। আবার বিজেপির প্রতিবাদও বিশ্বাসযোগ্য নয়। কেন্দ্রের সরকার তফসিলি জাতি এবং আদিবাসীদের জন্য প্রকল্পের বরাদ্দ সমানে কমাচ্ছে। মনুবাদী নীতিতে দেশ চালাচ্ছে। তৃণমূল এবং বিজেপি দুই দলই ভোটের জন্য তফসিলি জাতি ও আদিবাসী মানুষের প্রতি নকল ভালোবাসা দেখাচ্ছে। 

বৃহস্পতিবার এই মর্মে সরব হয়েছে পশ্চিমবঙ্গ আদিবাসী অধিকার মঞ্চ, পশ্চিমবঙ্গ সামাজিক ন্যায় মঞ্চ এবং পশ্চিমবঙ্গ আদিবাসী ও লোকশিল্পী সংঘ।  

এদিন সাংবাদিক সম্মেলনে তিন সংগঠনের নেতা পুলিন বিহারি বাস্কে, অলকেশ দাস ও শঙ্কর মুখার্জি। 

{ad]

রাজ্যে এবং দেশে আদিবাসী এবং তফসিলি মানুষের পরিস্থিতি সংক্রান্ত তথ্য তাঁরা তুলে ধরেন এদিন। তিন সংগঠনের নেতৃবৃন্দ এদিন বলেন যে রেকর্ড ড্রপ আউট হওয়া ছাত্র ছাত্রীদের ৯৭ শতাংশ তফসিলি জাতি, আদিবাসী এবং সংখ্যালঘু। তাছাড়া গোটা দেশে আদিবাসী এবং তফসিলি জাতির মানুষদের মধ্যে দারিদ্র্যের হার সব থেকে বেশি। এর পাশাপাশি আদিবাসী মহিলাদের ওপর গোটা দেশ জুড়ে অপরাধের সংখ্যা বেড়েছে ৪৯.১৪ শতাংশ।  

Comments :0

Login to leave a comment