AIKS

‘পতাকা দিবস’ পালনের আহ্বান হান্নান মোল্লার

জাতীয়

৩৫তম সর্ব ভারতীয় সম্মেলনকে কেন্দ্র করে দোশব্যাপী বিভিন্ন কর্মসূচী নিয়েছে কৃষক সভা। তারই মধ্যে সারা ভারত কৃষক সভার (AIKS)সাধারণ সম্পাদক কমরেড হান্নান মোল্লা আদিবাসী বিপ্লবী বিরসা মুণ্ডার (Birsa Munda) জন্মবার্ষিকীতে 'পতাকা দিবস' পালনের আহ্বানে যোগ দেওয়ার জন্য সারা দেশের কৃষকদের কাছে আবেদন করেছেন। তিনি কর্পোরেট স্বার্থরক্ষাকারী রাজনীতির বিরুদ্ধে আদিবাসীদের চলমান সংগ্রামের কথা আমাদের মনে করিয়ে দেন রবিবার।  এবং এর পাশাপাশি আগামী ১৫ নভেম্বর কিষাণ সভার লাল পতাকা উত্তোলন করতে কৃষক সভার গ্রাম ইউনিটগুলিকে বলেন। এদিন  তিনি বলেন, আদিবাসীরা দেশের অবিচ্ছেদ্য অংশ। তাদের আত্মবলিদানের মধ্যে দিয়েই নিজেদের অধিকার তথা দেশে স্বাধীনতা রক্ষা করেছেন তারা।

Comments :0

Login to leave a comment