সরকার আইনি পরামর্শ নিচ্ছে। শিক্ষকরা শিক্ষকদের কাজ করুক। সাংবাদিক সম্মেলন থেকে একথা বললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
ব্রাত্য বসু বলেন, ‘‘আমরা রিভিউ পিটিশন করছি। তাই এমন কোনও কিছু করা উচিত নয় যাতে আপনাদের রিভিউ পিটিশনকে দুর্বল করে, সুপ্রিম কোর্টের নির্দেশ লঙ্ঘিত হয় কিংবা আপনাদের বা আমাদের আদালত অবমাননা না হয়, তা আপনাদের বজায় রাখতে অনুরোধ করছি। সুপ্রিম কোর্টের রায় অনুসারে ৩১ ডিসেম্বর পর্যন্ত স্কুলে যোগ দিতে অনুরোধ করছি উপযুক্ত শিক্ষকদের। বেতনের বিষয়ে আমাদের দফতর কাজ করে যাচ্ছে। এটি নিশ্চিত করার দায়িত্ব আমরা নিচ্ছি। আগামিকালও ডিভিশন বেঞ্চে এসএসসির মামলা রয়েছে। আপনাদের জন্যই এসএএসসি লড়ছে। একমাত্র সরকারই আপনাদের পাশে রয়েছে।’’ তবে তিনি জানিয়েছেন যে কোনও তালিকা প্রকাশ করা হবে না। এক্ষেত্রে অজুহাত, সুপ্রিম কোর্ট কোনও তালিকা প্রকাশের নির্দেশ দেয়নি। কিন্তু প্রশ্ন উঠেছে যে সুপ্রিম কোর্ট নির্দেশিত ‘স্বচ্ছ’ শিক্ষকরা সেক্ষেত্রে কোন নির্দিষ্ট নির্দেশিকার ভিত্তিতে কাজে ফিরবেন?
আন্দোলনরত শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের দাবি তারা বেতন নিয়ে আন্দোলন করছেন না। সুপ্রিম কোর্টের কথা অনুযায়ী ৩১ ডিসেম্বরের পর তাদের কাজ থাকবে না। তারা যোগ্য, কেন তাদের ফের পরীক্ষায় বসে তাদের যোগ্যতার প্রমান দিতে হবে?
Bratya Basu
ব্রাত্যর মুখেও স্কুলে যাওয়ার কথা, বের হবে না তালিকা

×
Comments :0