কোটার বেসরকারি কোচিং সেন্টার গুলো নিয়ন্ত্রণে আনতে বিধানসভায় বিল পেশ করলো রাজস্থান সরকার। কোটায় পড়ুয়াদের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে একাধিক বার প্রশ্ন উঠেছে। ‘নিট‘ সহ বিভিন্ন সর্বভারতীয় পরীক্ষার প্রস্তুতির জন্য ওই সব কোচিং সেন্টারে পড়ুয়ারা ভর্তি হন। বিপুল টাকার বিনিময় তাদের সেখানে ভর্তি করেন পরিবারের সদস্যরা।
বিলে বলা হয়েছে, সরকার ১২ সদস্যের কমিটি গড়বে। বিভিন্ন কোচিং সেন্টার পরিচালনার ওপর নজরদারি করবে এই কমিটি। রাজ্যস্তরের পাশাপাশি জেলাস্তরেও এমন কমিটি গঠন করা হবে। কোচিংয়ের বিভিন্ন দিকের দেখাশোনার পাশাপাশি পড়ুয়াদের ওপর থেকে মানসিক চাপ কিভাবে কমানো যায় সেই দিকও খতিয়ে দেখবে কমিটি।
বিলে বলা হয়েছে, ক্লাসের সময় কমানো হবে। কোনও পড়ুয়া যদি মাঝপথে কোচিং ছাড়ার সিদ্ধান্ত নিলে বাকি টাকা ফেরত দেওয়া হবে।
বিভিন্ন ক্ষেত্রে দেখা গিয়েছে ১৪-১৫ বছরের পড়ুয়াকে স্কুল থেকে ছাড়িয়ে অভিভাবকরা এই কোটার কোচিং-য়ে ভর্তি করছেন। সেক্ষেত্রে বয়সসীমা বেঁধে দেওয়ার কথাও বলা হচ্ছে বিভিন্ন স্তর থেকে। প্রস্তাব ছিল, ১৬ বছরের নিচে কাউকে এই ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার কোচিং সেন্টারে ভর্তি নিষিদ্ধ হোক। কিন্তু বিলে এমন কোনও সংস্থান নেই।
জাতীয় স্তরে ইঞ্জিনিয়ারিং বা ডাক্তারির প্রবেশিকায় যোগ্য হওয়ার জন্য রাজস্থানের কোটা বিখ্যাত ‘কোচিং সেন্টার’-র জন্য। প্রবেশিকা পরীক্ষা নিয়ে ঝোঁক বিচার করার দাবিও তোলা হয়েছে বিভিন্ন স্তর থেকে। বহু ছাত্রের বিভিন্ন যোগ্যতা থাকলেও তথাকথিত নিশ্চিত ভবিষ্যতের কথা ভেবে অভিভাবকরা অনেককেই জোর করে এই প্রশিক্ষণে ভর্তি করেন। বিভিন্ন কোচিং সেন্টারও, টাকা আয়ের জন্য, প্রবেশিকা পরীক্ষা না নিয়েই ভর্তি করে। অনেকক্ষেত্রে চাপের সঙ্গে পাল্লা দিতে না পেরে আত্মঘাতী হচ্ছে একের পর এক কিশোর-কিশোরী। কিন্তু এই চক্র চলছেই। শিক্ষার বাণিজ্যিকীকরণ আর মুনাফার চাপে নিয়ম করে শেষ হচ্ছে তাজা প্রাণ।
Kota Coaching Centre
কোটার কোচিং ব্যবসা নিয়ন্ত্রণে বিল, নেই একাধিক গুরুত্বপূর্ণ সংস্থান

×
Comments :0