ভোটারদের প্রভাবিত করার জন্য সোনার চেন বিলি করছে বিজেপি। মঙ্গলবার এমনই দাবি করেছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীর অরবিন্দ কেজরিওয়াল। এক্সহ্যান্ডেলে একটি ভিডিওতে তিনি বলেছেন, ‘‘বিজেপি নেতারা ভোটারদের মধ্যে সোনার চেন বিলি করছে। প্রকাশ্যে তারা সেই কাজ করছে না। ভোটারদের অফিসে ডেকে ওই চেন দেওয়া হচ্ছে।’’
এরপরই তিনি দিল্লিবাসীর কাছে একটি আবেদন করেছেন। কেজরিওয়াল বলেছেন, ‘‘আপনারা সোনার চেন নিতে পারেন। কিন্তু তার বিনিময় নিজেদের মূল্যবান ভোট বিক্রি করবেন না। আপনার ভোট আপনার, আপনার সন্তান এবং পরিবারের ভবিষ্যৎ নির্ধারন করবে।’’
কেজরিওয়ালের এই অভিযোগ সামনে আসার পর তাকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। আবগারি দুর্নীতির প্রসঙ্গ টেনে কটাক্ষ করেছে বিজেপি।
আগামী ৫ ফেব্রুয়ারি দিল্লি বিধানসভা নির্বাচনের ভোটগ্রহন। ৮ তারিখ ফলাফল। গত বিধানসভা নির্বাচনে ৭০টি আসনের মধ্যে ৬২টি আসনে জয়ী হয় আপ। বাকি ৮ আসনে জয়ী হয় বিজেপি।
Comments :0