BJP MADHYA PRADESH

টাকার বিনিময় যারা ভোট বিক্রি করে তারা পশুকুলে জন্ম নেবে : বিজেপি মন্ত্রী

জাতীয়

সাধারণ মানুষকে কুকুর বিড়ালের সাথে তুলনা করলেন মধ্যপ্রদেশের মন্ত্রী উষা ঠাকুর। প্রকাশ্য সভা থেকে বিজেপি মন্ত্রী মন্তব্য করেছেন যে, যেই ভোটাররা টাকা এবং অন্যান্য জিনিসের লোভে বিজেপিকে ভোট দেয়না তারা পরের জন্মে পশুকুলে জন্ম নেবে। বিজেপি মন্ত্রীর বুধবারের করা এই মন্তব্যের ভিডিও ইতিমধ্যে সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে।
ভিডিওতে তাকে বলতে শোনা যাচ্ছে, ‘‘বিজেপি সরকারের বিভিন্ন প্রকল্পের ফলে বহু লোকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাচ্ছে। কিন্তু তাও তারা ভোটের সময় ৫০০টাকা ১০০০ টাকার বিনিময় অন্য দলকে ভোট দেয়। যারা এই কাজ করেন তারা পর জন্মে কুকুর, বিড়াল হয়ে জন্মাবে।’’
উল্লেখ্য একাধিক নির্বাচনে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। টাকা দিয়ে হোক বা পানিয় বিজেপির বিরুদ্ধে বার বার অভিযোগ উঠেছে ভোটারদের প্রভাবিত করার। কিন্তু ভোটারদের প্রভাবিত করার প্রসঙ্গ টেনে যে কুৎসিত ভাষায় তাদের আক্রমণ করেছেন সংবিধানের নামে শপথ নেওয়া একজন মন্ত্রী তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। 
তবে এই মন্তব্যের পর উষা ঠাকুরের মধ্যে কোন অনুশোচনা দেখা যায়নি। উল্টে তিনি সাফাই দিয়েছেন যে, সরকার সারা বছর মানুষের পাশে থাকে, তাদের জন্য কাজ করে। মানুষ সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা পায়। সেখানে টাকার বিনিময় বিরোধীদের কাছে ভোট বিক্রি করা অপরাধ।
বিজেপির, তৃণমূলের মতো দলের পক্ষ থেকে বার বার তাদের বিভিন্ন প্রকল্পকে হাতিয়ার করে মানুষকে কার্যত ভয় দেখানো হয়। তৃণমূলের নেতাদের বলতে শোনা গিয়েছে মমতা ব্যানার্জি না থাকলে বন্ধ হবে লক্ষীর ভান্ডার। তাই এই ভাতা পেতে গেলে তৃণমূলকে ভোট দিতে হবে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে ভাতা বন্ধ হয়ে যাবে এই দেখিয়ে ভোট আদায় করাও এক ধরনের ভোটারদের টাকার বিনিময় কিনে নেওয়ার সমান। তাদের কথায় মানুষের করের টাকায় সরকার এই সব প্রকল্প চালায় তারা কখনও বলতে পারে না যে তারা টাকা দিচ্ছে তাই তাদেরই ভোট দিতে হবে।

Comments :0

Login to leave a comment