blast in istanbul

ইস্তানবুলে বিস্ফোরণ, নিহত অন্তত ৬

আন্তর্জাতিক

turkey blast istanbul

ালো বিস্ফোরণে কেঁপে উঠলো ইস্তানবুল। রবিবার বিকেলের বিস্ফোরণে অন্তত চারজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। আরও অন্তত ৩০ জন আহত। 

জোরালো বিস্ফোরণে কেঁপে উঠলো ইস্তানবুল। রবিবার বিকেলের বিস্ফোরণে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। আরও অন্তত ৩০ জন আহত। 
তুরস্কের সংবাদমাধ্যম জানাচ্ছে, দোকান বাজারে জমজমাট ইস্তিকালে হয়েছে বিস্ফোরণ। ছুটির দিনে এই রাস্তায় বহু মানুষ কেনাকাটা করতে আসেন। 


স্থানীয় কাসেমপাসা থানা জানিয়েছে সব পুলিশকর্মীকেই মোতায়েন করা হয়েছে এলাকায়। সোশাল মিডিয়ায় বিভিন্ন ভিডিও’তে দেখা গিয়েছে বিস্ফোরণের পর অ্যাম্বুল্যান্স এবং দমকলের গাড়ি পরপর দৌড়াচ্ছে এলাকায়। 


বিস্ফোরণের কারণ কী স্পষ্ট হয়নি। অন্য একটি ভিডিও’তে বিকট শব্দ শোনা গিয়েছে। দিশেহারা পথচারীদের দৌড়াতে দেখা গিয়েছে। ভিডিও বার্তায় তুরস্কের রাষ্ট্রপতি রিসেপে তায়িপ এরদোগান জানিয়েছেন মৃতের সংখ্যা ৬। আহত ৫৩। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। এরদোগান বলেছেন, ‘‘সন্ত্রাসবাদের সামনে মাথা নোয়াবে না তুরস্ক।’’

Comments :0

Login to leave a comment