বাঘাযতীনের ঘটনার পর ট্যাংরার ক্রিস্টোফার রোডে আবারো হলে পড়লো নির্মীয়মান বহুতল। কলকাতা পৌরসভার ৫৮ নম্বর ওয়ার্ডে ঘটেছে এই ঘটনা। নির্মীয়মান ওই বহুতল হেলে পড়ায় পুরো এলাকার মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। জানা যাচ্ছে মাত্র পাঁচ মাস আগে এই বহুতল তৈরি করার কাজ শুরু করে একটি প্রোমোটিং সংস্থা। অল্প কয়েকদিনের মধ্যে মাথা তোলা পাঁচতলা বহুতল। কাজ শেষ না হওয়ায় কোন বাসিন্দা সেখানে থাকতেন না। নির্মাণ শ্রমিকরা সেখানে থাকতেন। বাড়ি হেলে পড়ায় তাঁদের কোন ক্ষতি হয়নি বলে জানা যাচ্ছে। পাশে যে বাড়ির গায়ে নির্মীয়মান বাড়িটি হেলে পড়েছে তারও কোন ক্ষতি হয়নি বলে খবর।
স্থানীয়দের অভিযোগ বেআইনি ভাবে তৈরি করা হচ্ছিল বাড়িটি। জমিতে কোন ছাড় না দিয়েই কাজ করা হচ্ছিল। পাঁচতলা বাড়ি পাঁচ মাস ধরে উঠছে বেআইনিভাবে। পৌরসভা কোন পদক্ষেপ কেন নিল না তা নিয়েও উঠছে প্রশ্ন।
যে ওয়ার্ডে এই ঘটনা ঘটেছে সেই ওয়ার্ডের কাউন্সিলর এন্টালির তৃণমূল বিধায়ক স্বর্ণকমল সাহার ছেলে সন্দীপন সাহা।
Comments :0