World

কাতারে গাজায় যুদ্ধবিরতি আলোচনা শুরু

জাতীয়

গাজা উপত্যকায় যুদ্ধবিরতি এবং পনবন্দীদের মুক্তির জন্য একটি চুক্তি চূড়ান্ত করার চেষ্টা করার জন্য আলোচকরা কাতারে পুনরায় মিলিত হতে চলেছেন, ইজরায়েল এবং হামাস একটি চুক্তির সম্মুখে দাঁড়িয়ে আছে। আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট এক প্যালেস্তিনীয় কর্মকর্তা বিবিসিকে বলেছেন, যুদ্ধে প্রথমবারের মতো ইজরায়েল ও হামাসের প্রতিনিধিরা একই ভবনে পরোক্ষ আলোচনা চালাচ্ছেন।
ইসরায়েলি সেনাদের উপত্যকা ত্যাগের শর্ত প্রত্যাহার করেছে হামাস।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, একটি চুক্তি বাস্তবায়নের নিকটে রয়েছে। ইজরায়েলের এক কর্মকর্তাও বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘কয়েক ঘণ্টা, দিন বা তারও বেশি’র মধ্যে একটি চুক্তি সম্ভব হতে পারে।
বাইডেন রবিবার ইকরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং আলোচনায় মধ্যস্থতাকারী কাতারের শেখ তামিম বিন হামাদ আল-থানির সঙ্গে কথা বলেছেন। ওই প্যালেস্তিনীয় কর্মকর্তা বিবিসিকে বলেন, সোমবার একই ভবনে হামাস ও ইজরায়েলি কর্মকর্তাদের মধ্যে ছয় ঘণ্টা পরোক্ষ আলোচনা হয়।
চুক্তির কিছু সম্ভাব্য বিবরণ প্রকাশ করে কর্মকর্তা বলেছিলেন যে ‘‘বিস্তারিত আলোচনায় যথেষ্ট সময় লেগেছে’’। উভয় পক্ষই একমত হয়েছিল যে চুক্তির প্রথম দিনেই হামাস তিনজন পনবন্দীকে মুক্তি দেবে, যার পরে ইজরায়েল জনবহুল অঞ্চলগুলি থেকে সেনা প্রত্যাহার শুরু করবে। সাত দিন পরে, হামাস আরও চারজন বন্দীকে মুক্তি দেবে এবং ইজরায়েল দক্ষিণের বাস্তুচ্যুত লোকদের উত্তরে ফিরে যাওয়ার অনুমতি দেবে, তবে কেবল উপকূলীয় রাস্তা দিয়ে পায়ে হেঁটে।
কাতারি-মিশরীয় প্রযুক্তিগত সুরক্ষা দল দ্বারা পরিচালিত এক্স-রে মেশিন দ্বারা পর্যবেক্ষণ করা সালাহ আল-দিন রোড সংলগ্ন একটি প্যাসেজ দিয়ে গাড়ি, পশু টানা গাড়ি এবং ট্রাকগুলিকে অতিক্রম করার অনুমতি দেওয়া হবে।
চুক্তিতে ইজরায়েলি বাহিনীকে ফিলাডেলফি করিডোরে থাকার বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে এবং প্রথম পর্যায়ে পূর্ব ও উত্তর সীমান্তে ৮০০ মিটার বাফার জোন বজায় রাখার বিধান রয়েছে, যা ৪২ দিন স্থায়ী হবে।

ইজরায়েল এক হাজার প্যালেস্তিনীয় বন্দিকে মুক্তি দিতে সম্মত হয়েছে, যার মধ্যে প্রায় ১৯০ জন যারা ১৫ বছর বা তারও বেশি সময় ধরে সাজা ভোগ করছে। বিনিময়ে ৩৪ জন বন্দীকে মুক্তি দেবে হামাস।

Comments :0

Login to leave a comment