কেন্দ্রীয় প্রকল্পের খরচ দরা হয়েছে বাজেটের ১৬ শতাংশ। কেন্দ্রীয় সহায়তা প্রাপ্ত প্রকল্পে বাজেটের প্রতি ১০০ টাকায় ৮ টাকা বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী।
মোট ৪৮.৫০ লক্ষ কোটি টাকা খরচের অনুমান করা হয়েছে ২০২৪-২৫ বাজেটে।
বাজেটের হিসেবে খরচের প্রতি ১০০ টাকায় ২০ টাকা যাবে সুদের দায় মেটাতে। কেন্দ্রীয় কর ও শুল্কে রাজ্যের প্রাপ্য মেটাতে বরাদ্দ ২০ শতাংশ। অর্থ কমিশনের সুপারিশ কার্য করতে রাজ্যগুলিকে হস্তান্তরে বরাদ্দ ৮ শতাংশ।
রাজ্যগুলিকে হস্তান্তরে বরাদ্দ হলেও অর্থবর্ষের মাঝপথে নানা কারণে বহু রাজ্য প্রাপ্য পায়নি। যেমন কেরালায় একশো দিনের কাজে সামাজিক অডিট ৯০ শতাংশের বেশি হলেও ফেলে রাখা হয়েছে বকেয়া মেটানোর দাবি।
প্রতিরক্ষা বাবদ ৮ শতাংশ, ভরতুকিতে মাত্র ৬ শতাংশ খরচ করবে কেন্দ্র। সার, জ্বালানি এবং খাদ্যে ভরতুকি আগের বাজেটেই ছাঁটাই হয়েছিল ১ লক্ষ কোটি টাকার বেশি।
পেনশনের জন্য খরচ হবে ৪ শতাংশ, অনুমান অর্থমন্ত্রীর।
Comments :0