Sandeshkhali

সন্দেশখালিতে রেখা শর্মা, আক্রান্ত রেখা পাত্র

রাজ্য

সন্দেশখালি পৌঁছালেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারম্যান রেখা শর্মা। সোমবার সকালে কলকাতা বিমানবন্দর থেকে সরাসরি সন্দেশখালি পৌঁছান তিনি। সেখানে গিয়ে গ্রামের এক নির্যাতীতার বাড়িতে যান তার সঙ্গে কথাও বলেন। 

সন্দেশখালির মহিলাদের অত্যাচারের কথা সামনে আসার পর জাতীয় মহিলা কমিশন এবং রাজ্য মহিলা কমিশনের দুটি টিম দুদিন গ্রামে যায় সেখানে গিয়ে কথাও বলেন মহিলাদের সঙ্গে। 

অন্যদিকে শনিবার রাতেই গ্রেপ্তার হয় শিবু হাজরা। সেই রাতেই সন্দেশখালির সাহসী গৃহবধূ রেখা পাত্রের বাড়িতে হামলা হয়। গ্রামবাসীদের অভিযোগ, পুলিশই রাতে রেখা পাত্রের বাড়িতে চড়াও হয়েছিল। অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে। সঙ্গে তৃণমূলী বাহিনীও ছিল বলে অভিযোগ উঠছে।

গ্রামবাসীরা অভিযোগ করেন শনিবার রাতে শিবুর হাজরার গ্রেপ্তারি পরে পুলিশের ৫ জনের একটি দল মদ্যপ অবস্থায় বাড়িতে চড়াও হয়। সে সময় রেখা পাত্র বাড়িতে ছিলেন না। বাড়িতে থাকা তাঁর শ্বশুরকে হুমকি দেয়। পুলিশের আক্রোশ, কেন রেখা পাত্র শিবু হাজরাদের অত্যাচারের বিরুদ্ধে এফআইআর করেছিলেন! রেখা পাত্র রবিবার সকালে বাড়িতে এসে দেখেন প্লাস্টিক দিয়ে ঢাকা জানালা পুলিশের লাঠি দিয়ে ফুটো করে দিয়ে গিয়েছে। তাঁর অভিযোগ, সে ঘরে আছে কিনা তা দেখতেই থানার বড়বাবু পুলিশ পাঠিয়েছিলেন। 

Comments :0

Login to leave a comment