Dengue positive child death

ডেঙ্গুতে মৃত্যু বাগুইআটির শিশুর

কলকাতা

ফের শহরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু। এবার বাগুইাআটি ৮ বছরের এক শিশুর মৃত্যু হল। বাগুইাআটির পূর্ব নারায়ণতলার ১৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আট বছরের ঋিত্বিকা সাউ বেশ কয়েকদিন ধরেই জ্বরে আক্রান্ত ছিল। মঙ্গলবার তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে বিসি রায় শিশু হাসপাতালে ভর্তি করা হয়। তারপরে আজ, বুধবার সকালে তার মৃত্যু হয়। হাসপাতাল সূত্রে খবর, তার রিপোর্টে এনএস১ পিজিটিভ (NS1 Positive) পাওয়া গেলেও পরিবারের হাতে এখনও পর্যন্ত রিপোর্ট তুলে দেওয়া হয়নি। ঋিত্বিকার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই কলকাতার মেয়র ববি হাকিম দায়সারা গোছের মন্তব্য করেই গোটা বিষয়টি এড়িয়ে যান। তিনি ঘটনাটিকে দুঃখজনক ঘটনা বলে ডেঙ্গু নিয়ে আরো ‘‘সতর্ক’’ হওয়ার পরামর্শ দিয়েই দায় সারেন।

Comments :0

Login to leave a comment