Odisha

ওড়িশায় ছয় বছরে বেড়েছে নাবালিকা বিবাহ এবং শিশু শ্রমিক, বলছে সরকারি রিপোর্ট

জাতীয়

গত ছয় বছরে প্রতিদিন তিনটি করে নাবালিকা বিবাহের ঘটনা ঘটছে ওড়িশায়, এমনটাই বলছে সরকারি তথ্য। ওড়িশা সকারের প্রকাশিত রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে ২০১৯ থেকে ২০২৫ সালের মধ্যে ৮১৫৯টি নাবালিকা বিবাহের ঘটনা ঘটেছে ওড়িশায়। রাজ্যের ৩০টি জেলার মধ্যে নাবালিকা বিবাহে শীর্ষে নবরঙপুর। গত ছয় বছের ওই জেলায় ১৩৪৭টি নাবালিকা বিবাহের ঘটনা ঘটেছে।
সমাজকর্মী নর্মতা চাডহা সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, রাতারাতি নাবালিকা বিবাহ বন্ধ করা সম্ভব নয়। তার দাবি সমাজের পিছিয়ে পড়া প্রান্তিক পরিবার গুলোর মধ্যে নাবালিকা বিবাহের প্রবনতা সব থেকে বেশি। এই ক্ষেত্রে তার যুক্তি এমন কিছু তাদের আর্তসমাজিক পরিস্থিতির উন্নতির জন্য প্রশাসনিক পদক্ষেপ প্রয়োজন, যার জেরে তারা এই সিদ্ধান্ত থেকে বিরত থাকেন। পন প্রথার কারণে বাল্য বিবাহের প্রবনতা বেড়েছে বলে জানিয়েছেন চাডহা। তার কথায় বয়স বাড়ার সাথে সাথে পনের পরিমান বাড়তে থাকে, তাই পরিবার গুলো কম বয়সেই বিয়ে দিয়ে দিচ্ছে। উল্লেখ্য পন প্রথা নিষিদ্ধ করা হয়েছে দেশে। কিন্তু তাও এই প্রথা চলছে। মেয়ের বিয়ে দিতে গেলে পাত্রপক্ষকে বিপুল পরিমানে টাকা দিতে হয় মেয়ের পরিবারকে। একাধিকবার এই সংক্রান্ত বিষয় অনেকে গ্রেপ্তার করা হয়েছে প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে কিন্তু তাও সম্পূর্ন ভাবে পনপ্রথা বন্ধ করা যায়নি। 
উল্লেখ্য ওড়িশার আগের বিজেডি সরকার একাধিক প্রশাসনিক কমিটি গঠন করে বাল্য বিবাহ আটকানোর জন্য কিন্তু তাও বাল্য বিবাহ আটকাতে তারা সক্ষম হয়নি। 
বাল্য বিবাহের পাশাপাশি শিশু শ্রমিকও রাজ্যের বেড়েছে বলে উল্লেখ করা হয়েছে রিপোর্ট। সরকারি পরিসংখ্যান অনুযায়ী গত ছয় বছরে ৩২৮ জন শিশু শ্রমিককে উদ্ধার করেছে সরকার। শিশু শ্রম বিরোধী আইনের অধিনে এখনও পর্যন্ত ১৫৯টি মামলা দায়ের করা হয়েছে।

Comments :0

Login to leave a comment