বুধবার এসএসসি আন্দোলনকারীদের উপর পুলিশি আক্রমণের নিন্দা জানালো সিআইটিইউ পশ্চিমবঙ্গ কমিটি। এক প্রেস বিবৃতির মাধ্যমে সিআইটিইউ পশ্চিমবঙ্গ কমিটির সম্পাদক অনাদি সাহু এবং সভাপতি সুভাষ মুখোপাধ্যায় বৃহস্পতিবার জানান, এসএসসি উত্তীর্ণরা টানা ৬০০ দিনেরও বেশি সময় ধরে শান্তিপূর্ণ ধর্ণা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। কিন্তু অসংবেদনশীল রাজ্য সরকারের সর্বোচ্চ স্তরের নির্দেশে তাঁদের উপর ধারাবাহিক ভাবে পুলিশি আক্রমণ নামিয়ে আনা হচ্ছে। কখনও সল্টলেকের করুণাময়ীতে রাতের অন্ধকারে, আবার কখনও কলকাতার ক্যামাক স্ট্রিট কিংবা শিয়ালদহ স্টেশন চত্ত্বরে আন্দোলনকারীদের উপর পুলিশ নৃশংস ভাবে অত্যাচার করেছে। বুধবার আন্দোলন দমনের নামে বর্বর অত্যাচার চালিয়েছে পুলিশ। সিআইটিইউ তরফে পুলিশের এই আচরণের তীব্র নিন্দা করা হচ্ছে।
বিবৃতিতে শ্রমিক নেতৃত্ব জানান, ২০১৪ সাল থেকে রাজ্যে সর্বস্তরের শিক্ষক নিয়োগে দুর্নীতি হয়েছে। যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে টাকার বিনিময়ে অযোগ্য প্রার্থীদের নিয়োগ করা হয়েছে। ইডি। সিবিআই সহ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির রিপোর্ট, এবং কলকাতা হাইকোর্ট নিযুক্ত বাগ কমিশনের রিপোর্টেও এমন তথ্য উঠে এসেছে।
এর পাশাপাশি প্রেস বিবৃতিতে শ্রমিক নেতৃত্ব অভিযোগ করেন, দুর্নীতির মাধ্যমে বহু চাকরিপ্রার্থী সাদা খাতা জমা দিয়েও চাকরি পান। দুর্নীতির চিহ্ন মুছে ফেলতে পরীক্ষার্থীদের ওএমআর শিটও পুড়িয়ে ফেলা হয়েছে।
অনাদি সাহু এবং সুভাষ মুখোপাধ্যায় দাবি জানান,স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে ২০১৪ এবং ২০১৭ সালের এসএসসি পাশ চাকরিপ্রার্থীদের অবিলম্বে নিয়োগ করতে হবে। এর পাশাপাশি দোষী পুলিশকর্মী এবং নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত প্রত্যেকের শাস্তির দাবিও জানান তাঁরা।
Comments :0