Rajasthan BJP

মসজিদের বাইরে বিজেপি বিধায়কের সাম্প্রদায়িক স্লোগান, দায়ের হয়েছে মামলা

জাতীয়

রাজস্থানের মসজিদের বাইরে সাম্প্রদায়িক অভিযোগে রাজস্থানের বিজেপি বিধায়ক বালমুকুন্দাচার্যের বিরুদ্ধে। জম্মু কাশ্মীরের পহেলগামের প্রতিবাদে জামা মসজিদের সামনে সাম্প্রদায়িক স্লোগান দিতে শোনা যায় বিজেপি বিধায়ক এবং তার অনুগামীদের। অভিযোগ দায়ের হওয়ার পর বিজেপি বিধায়কের কথায় তিনি ইচ্ছাকৃত ভাবে এই কাজ করেননি। কোন ধর্মকে আঘাত করা তার উদ্দেশ্য নয় বলে তিনি দাবি করেছেন। 
এফআইআরে উল্লেখ করা হয়েছে গতকাল বিজেপির পক্ষ থেকে ‘আক্রশ সভা’র ডাক দেওয়া হয় পহেলগামের ঘটনার প্রতিবাদে সেই সভায় বিজেপি বিধায়ক ছাড়াও একাধিক নেতা অংশ নেয়। মিছিলও হয়। মিছিল থেকে স্লোগান ওঠে পাকিস্তানের বিরুদ্ধে। 
সংবাদমাধ্যমকে বালমুকুন্দচার্য বলেন, ‘‘আমাদের দেশে দুজন হনুমান আছে। একজন নরেন্দ্র মোদী এবং অন্যজন অমিত শাহ। তারা অপরাধীদের খুঁজে শাস্তি দেবে।’’
মসজিদ কর্তৃপক্ষের দাবি প্রতিবাদ সভার পর বিজেপি বিধায়ক এবং কর্মী সমর্থকরা নমাজের সময় মসজিদের বাইরে এসে বিক্ষোভ দেখাতে থাকেন। কর্তৃপক্ষের দাবি, বিজেপি বিধায়ক এবং তার অনুগামীরা মসজিদের বাইরে সাম্প্রদায়িক স্লোগান দিতে থাকেন। কর্তৃপক্ষের কথায়, বিজেপি জয়পুরের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চাইছে। জয়পুরের মানুষ এই ঘটনায় মর্মাহত।  

Comments :0

Login to leave a comment