Gujarat

ছাত্রীকে ভয় দেখিয়ে ৮০ লক্ষ হাতিয়ে গ্রেপ্তার অভিযুক্ত

জাতীয়

গল্পের ছলে বন্ধুকে বলেছিলেন যে জমি বিক্রি করে তার ঠাকুমা অনেক টাকা পেয়েছে। মুখে মুখে সেই কথা ছড়িয়ে পড়ে স্কুলের অন্য বন্ধুদের কাছে। তারপর সাইবার ক্রাইমের মাধ্যমে সেই টাকা হাতিয়ে নেয় একদল যুবক।
ঘটনাটি ঘটেছে গুজরাটে। ১৫ বছর বয়সী এক কিশোরী স্কুলের বন্ধুদের কাছে জানিয়ে ছিলেন যে তার ঠাকুমা জমি বিক্রি করে ৮০ লক্ষ টাকা পেয়েছেন। ওই ব্যাঙ্ক ‌অ্যাকাউন্ট যে সেও ব্যবহার করতে পারে তাও জানিয়ে ছিল। পুলিশ সূত্রে খবর এই কথা জানতে পারে এই স্কুলেরই দশম শ্রেণির এক পড়ুয়া। তারপর একটি সাইবার অপরাধীদের দলের সাথে যোগাযোগ করে পরিকল্পনা করে ওই টাকা হাতানোর।
জানা যাচ্ছে সুমিত কাটারিয়া নামে বছর বাইশের এক যুবক সামাজিকমাধ্যমে ওই কিশোরীর সঙ্গে বন্ধুত্ব পাতায়। তারপর তাকে ভয় দেখাতে থাকে যে সমাজমাধ্যমে তার অশ্লীল ছবি পোস্ট করা হবে। দাবি করে ৮০ লক্ষ টাকা দিলে পোস্ট করা হবে না। চাপে পড়ে ঠাকুমার কার্ড ব্যবহার করে অনলাইনে ওই যুবকের অ্যাকাউন্টে ৮০ লক্ষ টাকা পাঠায় সেই কিশোরী। 
গোটা ঘটনা জানানি হওয়ার পর পরিবার পুলিশে অভিযোগ জানায়। গত ডিসেম্বর মাস থেকে তদন্ত চালিয়ে এখনও পর্যন্ত ছয়জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। অভিযুক্ত সুমিতকেও গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এই ছয়জনকে জেরা করে তারা এখনও পর্যন্ত ৩৪ লক্ষ টাকা উদ্ধার করতে পেরেছে। বাকি টাকার হদিশ পেতে তদন্ত চলছে। 
গোটা দেশের বিভিন্ন প্রান্তে সাইবার অপরাধ বাড়ছে। কেন্দ্রীয় সরকার বার বার ডিজিটাল ইন্ডিয়ার প্রচার চালিয়ে আসছে। অনলাইনে টাকা লেনদেনের ওপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। কিন্তু সেই ক্ষেত্রে সাইবার অপরাধ দমন করার জন্য এবং সাইবার নিরাপত্তার জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার সেই নিয়ে কোন মাথা ব্যথা নেই সরকারের, উঠছে অভিযোগ।

Comments :0

Login to leave a comment