আম আদমি পার্টির নেতা সত্যেন্দ্র জৈনের জামিনের আবেদন খারিজ করলো দিল্লি হাই কোর্ট। বৃহস্পতি অর্থীক দুর্নীতি মামলায় ধৃত আপ নেতাকে দিল্লি হাই কোর্টে পেশ করা হলে তাঁর আইনজীবী জামিনের আবেদন করেন। অপর দিকে ইডির পক্ষ থেকে জামিনের বিরোধীতা করা হয়।
আপ নেতার জামিন খারিজের পরিপ্রেক্ষিতে আদালতের পক্ষ থেকে বলা হয়েছে যে জৈন জামিনে জেলের বাইরে নিজের প্রভাব খাটিয়ে প্রমান লোপাট করতে পারেন। গত বছর ৩০মে গ্রেপ্তার হন সত্যেন্দ্র জৈন। নিম্ন আদালতে নভেম্বরের জামিনের আবেদন খারিজ হওয়ার পর হাই কোর্টে তিনি জামিনের আবেদন করেন। এদিন তাঁর সেই আবেদনও খারিজ হয়ে গিয়েছে।
পূর্বে আইনজীবীর মাধ্যমে জৈন আদালতে জানিয়ে ছিলেন যে তিনি তদন্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে সহযোগিতা করছেন।
ইডির অভিযোগ সত্যেন্দর জৈনের লাভজনকভাবে মালিকানাধীন এবং নিয়ন্ত্রিত শেল সংস্থাগুলি থেকে কলকাতা-ভিত্তিক এন্ট্রি অপারেটরদের কাছে হাওয়ালার মাধ্যমে চার কোটি টাকা পাচার হয়।
Comments :0