BDO COURT

স্বর্ণ ব্যবসায়ী খুনে অভিযুক্ত বিডিওকে আত্মসমর্পনের নির্দেশ সুপ্রিম কোর্টের

রাজ্য

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় রাজগঞ্জের বিডিওকে আত্মসমর্পণ করার নির্দেশ দিলে দেশের সর্বোচ্চ আদালত। কলকাতা হাইকোর্টের নির্দেশকেই বহাল রাখলো সুপ্রিম কোর্ট। ২৩ জানুয়ারি মধ্যে তাকে আত্মসমর্পণ করতে হবে এই মর্মে নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতি রাজেশ বিন্দল এবং বিচারপতি বিজয় বিষ্ণোইয়ের ডিভিশন বেঞ্চ। তবে আত্মসমর্পণের পরে জামিনের আবেদন করতে পারবেন।

সল্টলেকের উত্তর ২৪ পরগনার দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ী অপহরণ ও খুনের মামলায় অন্যতম অভিযুক্ত এই প্রশান্ত বর্মন। তাঁর আগাম জামিনের আর্জি খারিজ করেছিল কলকাতা হাইকোর্ট। তাঁকে ৭২ ঘণ্টার মধ্যে রাজ্য পুলিশের কাছে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় প্রশান্ত। সোমবার কলকাতা হাইকোর্টের নির্দেশকেই বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। কলকাতা হাইকোর্টে তার আগাম জামিন খারিজ হয়ে যাওয়ার পর থেকে নিখোঁজ হয়ে যান জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। 
এদিন শুনানিতে প্রশান্তর আইনজীবী জানান যে প্রশান্ত নির্দোষ। তাকে আগাম জানিম দেওয়া হোক।  কিন্তু রাজ্য সরকারের আইনজীবী বলেছেন ঘটনার সিসিটিভি ফুটেজ আছে তাদের কাছে। তাই প্রশান্তকে হেপাজতে নিয়ে তদন্তের প্রয়োজন আছে।

Comments :0

Login to leave a comment