তামিলনাড়ুতে দুর্ঘটনায় মৃত তিন শ্রমিকের বাড়িতে গেলেন সিপিআই(এম) জেলা সম্পাদক জামির মোল্লা। ছিলেন পরিযায়ী শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ। তিন শ্রমিকের পরিবারকছ ক্ষতিপূরণের দাবি তুলেছেন তাঁরা।
তামিলনাড়ুতে কাজ করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান মুর্শিদাবাদের তিন পরিযায়ী শ্রমিক। কাজ চলাকালীন হঠাৎ মাটির ধস নামায় চাপা পড়ে যান তিনজনই।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় মানুষজন উদ্ধারকাজে হাত লাগান। গুরুতর আহত অবস্থায় তিন শ্রমিককে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।
নিহতদের মধ্যে একজন হলেন সুতি থানার শংকরপুর গ্রামের বাসিন্দা নাজিবুল হক (৩২)। তাঁর পিতার নাম মতিউর রহমান।
অন্য একজন সুতি থানার অরঙ্গাবাদ গ্রামের বাসিন্দা অবেদুর রহমান (২৫)। তাঁর পিতার নাম এজাহার মমিন।
তৃতীয় নিহত শ্রমিক সামসেরগঞ্জ থানার লোহাপুর গ্রামের বাসিন্দা হাবিল শেখ (২৮)।
গত এক মাসে এই ঘটনার আগে অন্য রাজ্যে হামলা এবং দুর্ঘটনা মিলিয়ে কেবল এই জেলায় ২০ শ্রমিকের মৃত্যুর খবর এসেছে।
মৃত শ্রমিকদের বাড়িতে সিপিআই(এম) জেলা সম্পাদক জামির মোল্লা, ওয়েস্ট বেঙ্গল মাইগ্রান্ট ওয়ার্কার্স ইউনিয়নের জেলা সম্পাদক কামাল হোসেন, জেলা সভাপতি রফিকুল ইসলাম, সিপিআই(এম) নেতা সামিউল সেখ, জুলফিকার আলী, মনিরুদ্দিন সেখ, অমল চৌধুরী যান এদিন পরিবারের সঙ্গে দেখা করতে।
Murshidabad
তামিলনাড়ুতে মৃত শ্রমিকদের পরিবারকে ক্ষতিপূরণ, দাবি মুর্শিদাবাদে
×
Comments :0