দিল্লির মুখ্যমন্ত্রী নির্বাচন হতে পারে বুধবার
আপকে হারিয়ে দিল্লিতে ক্ষমতা দখল করেছে বিজেপি। কিন্তু মুখ্যমন্ত্রীকে হবে তা এখনও খোলসা করা হয়নি বিজেপির পক্ষ থেকে। বিধানসভা নির্বাচনের ফলাফলের বিজেপির পক্ষ থেকে জানানো হয় যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমেরিকা সফরের পর হবে শপথগ্রহণ। সূত্রের খবর এদিন দিল্লিতে বৈঠকে বসার কথা ছিল বিজেপির পরিষদীয় দলের। কিন্তু সেই বৈঠক পিছিয়ে গিয়ে হবে বুধবার। সেখান থেকে নতুন মুখ্যমন্ত্রী নির্বাচন করা হবে। নতুন মুখ্যমন্ত্রীকে হবে তা নিয়ে অনেক জল্পনা আছে।
মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে আছেন কেজরিওয়ালকে হারানো প্রভেশ ভর্মা, দিল্লি বিজেপির সভাপতি বিরেন্দ্র সাচদেভা, প্রাক্তন মুখ্যমন্ত্রী সুষমা স্বরাজের মেয়ে বানসুরি স্বরাজ, বিজেপি নেতা সতীশ উপাধ্যায়। জানা যাচ্ছে আগামী ২০ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর উপস্থিতিতে শপথ নেবে নতুন মন্ত্রিসভা।
২৭ বছর পর দিল্লিতে ক্ষমতা দখল করেছে বিজেপি। ৭০টি আসনের মধ্যে ৪৮টিতে জয়ী হয়েছেন তারা। আপ থেমেছে ২২টি আসনে। এই পরিস্থিতিতে নতুন মুখ্যমন্ত্রী নিয়ে চলছে আলোচনা। এর আগে রাজস্থান, মধ্যপ্রদেশের মতো রাজ্য গুলোয় দেখা গিয়েছে অচেনা মুখকে সামনে এনেছে বিজেপি। দিল্লির ক্ষেত্রেও এমন কোন পরিকল্পা তাদের আছে কি না তা নিয়ে রয়েছে জল্পনা।
Comments :0