হতশ্রী পারফরমেন্স এবং ইস্টবেঙ্গল সমার্থক হয়ে উঠেছে গত দুই মরশুম ধরেই। বৃহস্পতিবারের গোয়াও এর ব্যতিক্রম রইল না।
বৃহস্পতিবার গোয়ার ফাতোদরা স্টেডিয়ামে এফসি গোয়ার মুখোমুখি হয় ইস্টবেঙ্গল। ম্যাচের শুরু থেকেই আক্রমণে উঠে আসে গোয়া। ইস্টবেঙ্গলের ডিফেন্স এবং মাঝমাঠের দুর্বলতার সুযোগে ইকের গুয়ারটক্সেনা প্রথমার্ধেই হ্যাটট্রিক করে যান। তিনি ১১, ২১ এবং ২৩ মিনিটে গোল করেন। প্রথমার্ধের শেষে গোয়া এগিয়েছিল ৩-০ গোলে।
দ্বিতীয়ার্ধে খেলায় ফেরার চেষ্টা করে ইস্টবেঙ্গল। ৫৯ এবং ৬৬ মিনিটে গোল করে কিছুটা ব্যবধান কমান ভিপি সুহের এবং সার্থক গলুই। মাঝমাঠের একাংশ এবং আক্রমণভাগ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও রক্ষণভাগে ব্যর্থতায় আবারও গোল খায় ইস্টবেঙ্গল। ৫৩ মিনিটে গোল করে যান ব্র্যান্ডন ফার্নান্ডেজ। এরপরে দুই দলের খেলোয়াড়রা আরো কয়েকবার গোলের কাছাকাছি পৌঁছলেও আর গোল হয়নি। গোয়া ম্যাচ জেতে ৪-২ গোলের ব্যবধানে।
Comments :0