উল্লেখ্য ইডির পক্ষ থেকে তাকে বলা হয়েছিল ২৭ থেকে ৩১ জানুয়ারির মধ্যে হাজিরা দেওয়ার জন্য। কিন্তু ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রীর কাছ থেকে কোন উত্তর না আসার জন্য ২৯ অথবা ৩১ তারিখে হাজিরা দেওয়ার কথা তারা উল্লেখ করেছেন বলে জানা যাচ্ছে।
গত ২০ জানুয়ারি প্রায় সাত ঘন্টা ধরে সোরেনের বয়ান রেকর্ড করে ইডি। সূত্রের খবর সেই বয়ানের ভিত্তিতেই তাকে জিজ্ঞসাবাদ করা হবে। এই ঘটনায় এখনও পর্যন্ত ১৪ জনকে গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় তদন্তকারি সংস্থা।
গত বছর আগস্ট মাসে সোরেনকে প্রথম বার হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হলে স্বাধীনতা দিবসের প্রস্তুতির অজুহাত দেখিয়ে তিনি তা এড়িয়ে যান। তারপর থেকে লাগাতার এড়িয়ে গিয়েছেন হাজিরা।
Comments :0