Sujan Chakrabarty

বিকৃত পোস্ট, আইনি ব্যবস্থা নিলেন সুজন চক্রবর্তী

রাজ্য

সত্যি এবং মিথ্যা পাশাপাশি দিয়ে পোস্ট করেছে সিপিআই(এম)।

সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর ছবি ব্যবহার করে অসত্য বক্তব্য তাঁর নামে প্রচার করছে একাংশ। সোশাল মিডিয়ায় এমন পোস্টের প্রতিবাদে মামলা দায়ের করছেন তিনি।
পহেলগামে সন্ত্রাসবাদী হামলার ঘটনায় তাঁর বক্তব্য নয় এমন বিকৃত পোস্ট ছাড়া হয়েছে তাঁর নামে।
এক বার্তায় চক্রবর্তী বলেছেন, ‘‘আমার ছবি ব্যবহার করে এবং মিথ্যে কথা জুড়ে দিয়ে সোশাল মিডিয়ায় একটি পোস্ট ছড়িয়েছে। 
আমি দ্ব্যর্থহীনভাবে জানাচ্ছি যে আমি কখনোই কোনো মাধ্যমে, এমনকি সামাজিক মাধ্যমেও এই ধরনের কথা বলিনি। এটি দুষ্টচক্রের একটি পরিকল্পিত অপপ্রচার, যার লক্ষ্য আমার ও আমাদের পার্টির সম্মানহানি করা এবং সামাজিক সম্প্রীতি বিনষ্ট করা।’’
তিনি বলেছেন, ‘‘এর বিরুদ্ধে আমি আইনগত ব্যবস্থা নিয়েছি। আমার আইনজীবী ইতিমধ্যেই কলকাতা পুলিশের সাইবার অপরাধ দমন বিভাগে অভিযোগ দায়ের করেছেন।  ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আইনিভাবে মোকাবিলা করা হবে। যারা শেয়ার করেছেন তাদের বিরুদ্ধেও।’’ 
এধরনের বিভাজনমূলক কৌশলগুলির বিরুদ্ধে সতর্ক থাকার আবেদন জানিয়েছেন তিনি। বলেছেন, ‘‘আসুন, এই কঠিন সময়ে ঐক্যবদ্ধ ভাবেই মানুষের ইস্যুতে পাশে থাকুন এবং মানুষের ঐক্য ও সম্প্রীতি বজায় রাখতে দায়বদ্ধতা পালন করুন।’’ 

Comments :0

Login to leave a comment