৯ ফেব্রুয়ারি আরজি কর কাণ্ডের ছ’মাস পূরণের পাশাপাশি আজ ওই চিকিৎসক তরুণীর জন্মদিন। এদিন কলেজ স্ট্রিট থেকে আরজি কর পর্যন্ত মিছিলের ডাক দেওয়া হয়েছে অভয়া মঞ্চের পক্ষ থেকে। রাজ্যের বিভিন্ন প্রান্তে এদিন বিচারের দাবিতে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে।
এদিন অভয়ার প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তিনি বলেন, ‘‘গোটা দেশ গোটা পৃথিবীতে যত রকমের অন্যায় আছে তার বিরুদ্ধে যেই লড়াই তার সাথে এটা সংহতি। আজকে ঘটনাচক্রে পিজিটি মেয়েটির জন্মদিন। তার বাবা মা বিচার চাইছে বলে কয়েকজন তাদের অপমান করছে। আজকে দাঁড়িয়ে আমাদের স্লোগান হোক আর অবিচার নয়।’’
তিনি আরও বলেন, ‘‘আপনারা স্যালাইন কাণ্ড দেখেছেন, প্রসুতি মারা গিয়েছেন, রোগী মারা গিয়েছেন, শিশু মারা গিয়েছেন। স্বাস্থ্য ক্ষেত্রে যেই দুর্নীতি তা সামনে এসেছে। এই দুর্নীতির জন্য যত মৃত্যু হয়েছে আমরা তার সবকটার প্রতিকার চাই। সুবিচার চাই। তা না হলে আমাদের এই ব্যবস্থাকে উপড়ে ফেলতে হবে। যেখানে দাঁড়িয়ে একজন মানুষ তার সন্তানের মৃত্যুর বিচার পেতে পারে না। সুপ্রিম কোর্ট থেকে সিবিআই, কলকাতা পুলিশ, স্বাস্থ্য দপ্তর, রাজ্য সরকারের না না ধরনের টাল বাহান দেখেছি। অনেকের প্রত্যক্ষ এবং পরক্ষ হস্তক্ষেপ দেখেছি।’’
সেলিমের কথায়, অভয়ার মৃত্যুর একটা সাধারণ ঘটনা নয়। একটা একজনের কান্ড নয়, প্রাতিষ্ঠানিক হত্যা। সংবিধানকে প্রাতিষ্ঠানিক ধর্ষণ। তাই কলকাতা থেকে দিল্লি নেমে পড়েছে যাতে সত্যটা সামনে না আসে। সবাই প্রতিকার চাই। তাই এই জন্ম দিনে আমরা শপথ নিচ্ছি এই লড়াইয়ের নতুন করে পুনর্জন্ম হোক।
Comments :0