এলাহাবাদের কুম্ভমেলায় লেগেছে আগুন। রবিবার বিকেলে আগুন লাগে পরপর তাবুতে। স্থানীয় আখাড়া থানার পুলিশ জানিয়েছে, শাস্ত্রী ব্রিজের কাছে মেলার ১৯ নম্বর সেক্টরে গীতা প্রেসের তাবুতে আগুন লাগে। আরও অন্তত দশটি অস্থায়ী শিবিরে ছড়িয়ে পড়ে আগুন। দমকলের বিরাট বাহিনী যায় মেলা প্রাঙ্গণে।
উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক বলেছেন যে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে। দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী আগুন নিয়ন্ত্রণে এনেছে।
প্রয়াগরাজের এডিজি ভানু ভাস্কর সংবাদমাধ্যমে বলেছেন যে দর্শনার্থীরা নিরাপদে রয়েছে। কারও বড় ক্ষতি হয়নি।
তবে মেলা প্রাঙ্গণে দর্শনার্থীদের মধ্যে আতঙ্ক স্পষ্ট। সংবাদবাদমাধ্যমের ক্যামেরাতে দেখা গিয়েছে দাউদাউ করে জ্বলছে একের পর এক তাবু। উদ্ধারকারীরা বিভিন্ন জায়গা থেকে গ্যাস সিলিন্ডার সরাচ্ছেন। দর্শনার্থীরা সংবাদমাধ্যমে বলেছেন যে বিস্ফোরণের তীব্র শব্দে চমকে ওঠে সকলেই। তারপরই আগুন দেখা যায়। ছুটোছুটি শুরু হয়। বয়স্কদের এই জায়গা থেকে বের করতে সমস্যা হচ্ছিল।
সন্ধ্যায় ঘটনাস্থলে পৌঁছে যান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাঁর সঙ্গে টেলিফোনে কথা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও। তবে জনবহুল কুম্ভ মেলা প্রাঙ্গণে এত গ্যাস সিলিন্ডার কেন মজুত করা ছিল, সে ব্যাখ্যা রাত পর্যন্ত দেয়নি প্রশাসন।
দেখা গিয়েছে আগুনে পুড়ে যাওয়া তাবুর পাশাপাশি বহু অস্থায়ী শিবির ভেঙে পড়েছে। মাটিতে ভেঙে পড়েছে বেড়া আর খড়ের ছোট ছোট ঘর।
উত্তর প্রদেশের প্রধান বিরোধী দল সমাজবাদী পার্টি ঘটনাকে দুঃখজনক এবং উদ্বেগজনক আখ্যা দিয়েছে। দলের মুখপাত্র ফকরুল হাসান চাঁদ বলেছেন, সব দর্শনার্থীর সুস্থতা কামনা করি। আশা করি বড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি। কিন্তু মেলা প্রাঙ্গণে এভাবে আগুন লেগে যাওয়া উদ্বেগজনক, দুঃখজনকও। সরকারের দায়িত্ব দর্শনার্থীদের সুরক্ষা দেওয়া।
Fire in kumbh mela
সিলিন্ডার ফেটে আগুন এলাহাবাদের কুম্ভমেলায়
×
Comments :0