কলকাতার পর বিধাননগর। বাগুইআটিতে হেলে পড়লো বহুতল। বৃহস্পতিবার বাগুইআটির জগৎপুরে একটি ফ্ল্যাট হেলে যায়। ঘটনাটি ঘটেছে বিধাননগর পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ডে। জানা যাচ্ছে যেই ফ্ল্যাট হেলে পড়েছে তা তৈরি হয়েছে পুকুর বুজিয়ে। স্থানীয় বাসিন্দাদের দাবি বেশ কয়েকদিন ধরেই ফ্ল্যাটটি হেলে পড়ছিল। আজ তা একদম পাশের ফ্ল্যাটের গায়ে প্রায় লেগে গিয়েছে। এলাকার তৃণমূল কাউন্সিলরের দাবি তিনি গোটা বিষয় পৌরসভাকে জানিয়েছে তারা প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। কিন্তু ওই ফ্ল্যাটের বাসিন্দাদের কি হবে তা নিয়ে কোন উত্তর পাওয়া যায়নি পৌরসভার পক্ষ থেকে।
বিধাননগর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ নারায়ণপুর এলাকাতেও একটি ফ্ল্যাট হেলে গিয়েছে বলে জানা যাচ্ছে।
গত একমাসের এই নিয়ে চারটি বহুতল হেলে পড়ার বা ভেঙে পড়ার ঘটনা সামনে এলো কলকাতা এবং তার সংলগ্ন এলাকায়। প্রথমে কলকাতার পৌরসভার ৯৯ নম্বর ওয়ার্ড তারপর ট্যাংরা, এবার বিধাননগর।
Comments :0