Former France striker

প্রয়াত জাঁ ফঁতে

খেলা

Former France striker

প্রয়াত হলেন ফ্রান্সের প্রাক্তন ফুটবলার জাঁ ফঁতে। বয়স হয়েছিল ৮৯ বছর। তাঁর প্রাক্তন ক্লাব রেমসের পক্ষ থেকে বুধবার এ কথা জানানো হয়। ৬৫ বছর আগে ফুটবল বিশ্বকাপে যে নজির গড়েছিলেন তিনি, তা এখনও অক্ষত। ১৯৫৮ বিশ্বকাপে ছ’টি ম্যাচে ১৩টি গোল করেছিলেন ফঁতে। এক বিশ্বকাপে এতগুলি গোল আর কারোর নেই। মাত্র ছ’টি ম্যাচ খেলে তিনি এই কৃতিত্ব অর্জন করেছিলেন।

 

১৯৫৮ বিশ্বকাপের আগে শেষ মুহূর্তে জাঁ ফঁতেকে ফ্রান্সের দলে নেওয়া হয়। কিন্তু প্রতিযোগিতার শেষে তিনিই নায়ক হয়ে যান। কিন্তু গতি এবং দুর্দান্ত ফিনিশিংয়ের সাহায্যে প্রথম থেকেই নজর কেড়ে নেন তিনি। মরক্কো-জাত ফ্রান্সের এই ফুটবলার যে বুট নিয়ে বিশ্বকাপে এসেছিলেন, সেটি অনুশীলনের সময় ছিঁড়ে যায়। ফলে এক সতীর্থের থেকে ধার করা বুট পরেই বিশ্বরেকর্ড করেন তিনি। ১৯৫৩-১৯৬০ পর্যন্ত ফ্রান্সের হয়ে ২১টি ম্যাচে ৩০টি গোল করেন ফঁতে। 

Comments :0

Login to leave a comment