মেয়র নির্বাচন নিয়ে সংশয় থাকারই কথা নয়। তবু মেয়র ঠিক করতে চারবার ভোট হচ্ছে দিল্লি কর্পোরেশনে। বুধবার ফের শুরু হয়েছে ভোট।
আপ পৌরভোটে সংখ্যা গরিষ্ঠতা পেলেও বিজেপি মেয়র নির্বাচনে সব কৌশল হাতে রেখে নেমেছে। জনতার রায়ের ওপর ছাড়ছে না মেয়র পছন্দের প্রক্রিয়া।
সুপ্রিম কোর্টের নির্দেশের জেরে হচ্ছে এবারের ভোট। ১০ জন অল্ডারম্যানের ভোট দেওয়ার অধিকার খারিজ করেছে শীর্ষ আদালত।
অল্ডারম্যানদের ভোটের নির্দেশিকা জারি করেছিলেন দিল্লির উপরাজ্যপাল, যাঁকে নিয়ন্ত্রণ করে কেন্দ্র।
২৭৪ আসনের কর্পোরেশনে ১৩৪ আসন পেয়েছে আম আদমি পার্টি। গরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ১৩৮ আসনের চেয়ে বেশি, ১৫০ ভোট রয়েছে আপ’র। তবু বিজেপি নেতারা বলছেন মেয়র হবে তাঁদেরই।
Comments :0