রবার্ট নামে এক স্থানীয় বাসিন্দা জানান প্রথমে আমাদের চা বাগানের ওপর দিয়ে দুই চক্কর কাটে হেলিকপ্টারটি। এরপর নিচে নেমে পড়ে। বেরিয়ে আসেন পাইলট। তিনি তাঁর কাছ থেকে স্থানীয় পুলিশ স্টেশনের ফোন নম্বর চাইলে তিনি তা দিয়ে দেন। এরপর উনি থানায় যোগাযোগ করেন। পাইলট ছাড়াও হেলিকপ্টারে আরও দুজন ছিল। এলাকায় হেলিকপ্টার নেমেছে খবর চাউর হতেই আশপাশের এলাকা থেকে হাজার হাজার গ্রামবাসী চলে আসে হেলিকপ্টার দেখতে।
রাজগঞ্জ থানার আইসি পঙ্কজ সরকার জানিয়েছেন প্রাথমিক ভাবে জানা গিয়েছে সন্ধ্যা নামায় দৃশ্যমানতা কমে যাওয়ার কারনে হেলিকপ্টারটি ফুলতি পাড়ায় জরুরী অবতরন করেছে।
হেলিকপ্টার এর পাইলট জানিয়েছেন, গুহাটি থেকে বাগডোগরা অভিমুখে যাচ্ছিলেন তারা। মেঘলা আকাশ ও সন্ধ্যায় ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতার অভাব বোধ করায় হেলিকপ্টার চালিয়ে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছিল না তাই এই এলাকায় জরুরি অবতরণ করতে বাধ্য হন তিনি। রাজগঞ্জের বিধায়ক হগেশ্বর রায় জানান পাইলট তাকে বলেছেন হেলিকপ্টারের কিছু যান্ত্রিক গোলযোগ থাকতে পারে সেগুলি তারা ঠিক করে রওনা দেবেন বাগডোগরা উদ্দেশ্য।
Comments :0