গত শনিবার তৃণমূলের অধ্যাপক সংগঠনের বার্ষিক সভাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে যাদবপুর বিশ্ববিদ্যালয়। ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে শিক্ষামন্ত্রীকে ঘিরে হয় ছাত্র বিক্ষোভ। ছাত্রদের ওপর চলে শিক্ষামন্ত্রীর সঙ্গে থাকা বহিরাগতদের হামলা। শিক্ষামন্ত্রীর গাড়ির চাকায় পিষে গিয়ে আহত হয় বিশ্ববিদ্যালয়ের এক পড়ুয়া। তারপর থেকেই উত্তপ্ত ক্যাম্পাস। লাগাতার আন্দোলন অবস্থান চালিয়ে যাচ্ছেন পড়ুয়ারা। সেদিনের পুলিশের ভূমিকা তুলে হাইকোর্টে মামলাও করেছেন একদল পড়ুয়া। প্রধান বিচারপতির ডিভিসন বেঞ্চে হয়েছে সেই মামলা। হয়েছে একটি জনস্বার্থ মামলাও।
বুধবার হাইকোর্টে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি এবং চৈতালি চ্যাটার্জির বেঞ্চের আবেদন জানানো হয় মামলার দ্রুত শুনানির জন্য। প্রধান বিচারপতির বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে দ্রুত শুনানি সম্ভব নয়। জনস্বার্থ মামলার আইনজীবীর দাবি ছাত্র বিক্ষোভের কারণে বন্ধ রয়েছে পঠন পাঠন। পাল্টা আদালতের পক্ষ থেকে বলা হয় রাজ্যের হাতে ক্ষমতা আছে হস্তক্ষেপ করার। প্রয়োজনে রাজ্য সমস্যার সমাধান করুক।
উল্লেখ্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রীর গাড়ির আঘাতে পড়ুয়ার আহত হওয়ার ঘটনায় এখনও পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোন বিবৃতি দেওয়া হয়নি। এমনকি মুখ্যমন্ত্রী চুপ। কিন্তু শাসকদের পক্ষ থেকে বিভিন্ন ছবি ভিডিও দেখিয়ে বার বার দাবি করে আসা হচ্ছে শিক্ষামন্ত্রীর গাড়ির তলায় চলে গিয়ে আহত হয়নি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ইন্দ্রানুজ রায়। তাদের যুক্তি স্কুটিতে ধাক্কা খেয়ে সে আহত হয়েছে। কিন্তু ছাত্রছাত্রীদের ওপর দিয়ে গাড়ি চালানোর ঘটনার বিভিন্ন ভিডিও ছড়িয়ে পড়েছে।
High Court
যাদবপুরের সমস্যা মেটাতে পদক্ষেপ করুক রাজ্য : হাইকোর্ট

×
Comments :0