স্যালাইন কাণ্ডে কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে পড়লো রাজ্য সরকার। এদিন মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে বিষাক্ত স্যালাইনে মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে দায়ের হওয়া জনস্বার্থ মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি এদিন রাজ্যের কাছে জানতে চায় নিষিদ্ধ হওয়া সত্ত্বেও কেন ওই সংস্থার কাছ থেকে স্যালাইন নেওয়া হয়েছিল।
এদিন মামলাকারি আইনজীবী জানান ওই স্যালাইন সংস্থার বিরুদ্ধে কর্ণাটক সরকার রাজ্য সরকারকে সাবধান করলেও তাদের থেকে স্যালাইন নেওয়া বন্ধ করা হয়নি। কর্ণাটকেও ওই কোম্পানির স্যালাইন ব্যবহার করার পর মৃত্যুর ঘটনা ঘটে বলে তিনি জানিয়েছেন। প্রধান বিচারপতি যখন জানতে চায় যে সংস্থার বিরুদ্ধে সরকার কি পদক্ষেপ নিচ্ছে সেই বিষয় স্পষ্ট করে কোন কথা বলতে পারেনি রাজ্যের আইনজীবী। তিনি শুধু জানিয়েছেন তদন্ত চলছে সব দিক খতিয়ে দেখে পদক্ষেপ নেওয়া হবে।
এদিন প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছে যে ওই সংস্থার বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে তার অ্যাকশন টেকেন রিপোর্ট জমা দিতে হবে কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট সংস্থার কাছে।
Comments :0