হাসপাতালে চিকিৎসা ন্যূনতম পরিষেবা দিতে নাজেহাল চিকিৎসক থেকে স্বাস্থ্যকর্মীরা। প্রায় বিধস্ত সেই গাজায় ফের আক্রমণ চালালো ইজরায়েল।
গাজার প্রশাসন বুধবার জানিয়েছে, চব্বিশ ঘন্টায় আরও ৩৯ জন নিহত। আহত ১৩৫ নাগরিক।
দেশের ভেতর রাজনৈতিক সমস্যায় নাস্তানাবুদ প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বিচারপতি নিয়োগে সরকারি নিয়ন্ত্রণ পাকা করতে জাতীয় আইনসভা নেসেটে আনতে চলেছেন বিল। তীব্র বিরোধিতার মুখে পড়েছে নেতানিয়াহুর এই পদক্ষেপ। অর্থনীতির অবস্থা ভালো নয় জানাচ্ছে আন্তর্জাতিক আর্থিক পরামর্শদাতা সংস্থা। গাজাকে ঘিরে জায়নবাদী বিদ্বেষ তীব্র করে নিস্তার পেতে চাইছেন নেতানিয়াহু।
বুধবার নেসেটে নেতানিয়াহুর হুমকি, হামাস বন্দিদের ছাড়তে রাজি না হলে আক্রমণ আরও বাড়বে। না হলে জোর করে ছাড়িয়ে আনা হবে।
ইজরায়েলের সামরিক বাহিনী এদিন দাবি করেছে যে মধ্য গাজা থেকে উড়ে আসা দু’টি মারণাস্ত্রকে নিষ্ক্রিয় করা হয়েছে।
এর মধ্যেই বিবৃতি দিয়েছে গাজার প্রতিরোধী গোষ্ঠী হামাস। বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধ চালিয়ে গাজাকে নিশ্চিহ্ন করে ইজরায়েলের বন্দিদের জীবিত অবস্থায় দেশে ফিরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন নেতানিয়াহু। ইজরায়েলের প্রধানমন্ত্রীর সেওয়া এমন প্রতিশ্রুতি ভিত্তিহীন।
গাজার পাশাপাশি ইজরায়েল হামলা চালাচ্ছে প্যালেস্তাইনের ওয়েস্ট ব্যাঙ্কে। একের পর এক বাড়িঘর ভেঙে দিচ্ছে ইজরায়েলের বুলডোজার। তার বিপক্ষে একটি আবেদন জমা পড়েছিল ইজরায়েলের আদালতে। সেই আবেদনও নাকচ করে দিয়েছে ওই আদালত। আরও ৩০০ বাড়ি ভাঙা হবে ওয়েস্ট ব্যাঙ্কের জেনিন ত্রাণ শিবিরে।
গাজার প্রশাসন জানিয়েছে ৩৯ নাগরিকের দেহ মিলেছে ২৪ ঘন্টায়। মৃতের সংখ্যা ৫০ হাজার ১৮৩। ১ লক্ষ ১৩ হাজার আহত। বোমায় ভেঙে পড়া বাড়িঘরের ধ্বংসস্তূপের নিচে আরও ১ হাজার নাগরিক রয়েছে বলে আশঙ্কা গাজার প্রশাসনের।
আগ্রাসনের মধ্যে গাজা শহরের আল আহলি হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, সাধ্যের বহু বহু বেশি আহতরা আসছেন। তাঁদের মধ্যে আগে পরিষেবা কাকে দেওয়া হবে বাছতে হিমসিম খেতে হচ্ছে।
GAZA
উপচে পড়ছে হাসপাতাল, ফের গাজায় হানা ইজরায়েলের

×
Comments :0