BUDGET SALIM

ঋণের ভার মারাত্মক, ঘোষণা প্রচুর, বারদ্দ নামমাত্র: প্রতিক্রিয়া সেলিমের

জাতীয় রাজ্য

দেশের অবস্থা ভালো নয়। রেকর্ড ঋণ। অভ্যন্তরীণ এবং বৈদেশিক ঋণ দুই-ই বেড়েছে। 
বাজেটের প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার এই মন্তব্য করেছেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। এদিন মুর্শিদাবাদে কংগ্রেসের ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’-য় যোগ দিতে এসেছেন তিনি। সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীও যোগ দিয়েছেন এই কর্মসূচিতে। এদিন সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীও।
সেলিম বলেছেন, ‘‘দেশ এবং এ রাজ্যের অবস্থা খারাপ। দেনার দায় প্রবল।’’
কেন্দ্রের বাজেটে আয়ের ২৮ শতাংশই ঋণ বাবদ নেওয়ার অনুমান করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তেমনই সুদ হিসেবে বাজেটের ২০ শতাংশই খরচ হয়ে যাবে। 
সেলিম বলেছেন, ‘‘বড় বড় ঘোষণার বন্যা বইছে। কিন্তু বাজেটের বরাদ্দ ঘোষণাগুলিকে সমর্থন করছে না। কার্যকর করার মতো বরাদ্দ নেই।’’
উল্লেখ্য, কেন্দ্রীয় সহায়তা প্রাপ্ত প্রকল্পে বাজেটে প্রতি ১০০ টাকা খরচের মাত্র ৮ টাকা রাখা হয়েছে। অথচ এই গোত্রেরই একের পর এক প্রকল্পে বিপুল অংশের জনতার কল্যাণের দাবি জানানো হয়েছে বাজেটে।

Comments :0

Login to leave a comment