Asian Airgun Championship

এশিয়ান এয়ারগান চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক ভারতের

খেলা

এশিয়ান এয়ারগান চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন সন্দীপ বিষ্ণোই। ১৫ তম এশিয়ান এয়ারগান চ্যাম্পিয়নশিপের ১০ মিটার জুনিয়ার এয়ার পিস্তলে সোনা জিতেছেন তিনি। 
এর আগে ভারতের হয়ে ১৫ তম এশিয়ান এয়ারগান চ্যাম্পিয়নশিপের অর্জুন বাবুতা এবং মেহুলি ঘোষ সোমবার ১০ মিটার এয়ার রাইফেলে স্বর্ণপদক জিতেছে। 
অর্জুন বাবুতা এবং মেহুলি ঘোষ, দুজনেই দক্ষিণ কোরিয়ায় এশিয়ান এয়ারগান চ্যাম্পিয়নশিপে পদক জয়ের দৌড়ে ছিলেন।

 
উল্লেখ অর্জুন বাবুতা এবং কিরণ অঙ্কুশ যাদব উভয়ই ভারতীয় এয়ার রাইফেল পুরুষদের দলের ইভেন্টের সদস্য ছিলেন। যা গতকাল স্বর্ণপদক জিতেছিল। মেহুলি ঘোষ এবং ইলাভেনিল ভালারিভানও সোনা জয়ী মহিলা দলের সতীর্থ ছিলেন।

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন