Professor Assaulted

সেনার হাতে আক্রান্ত ইগনু’র অধ্যাপক, তদন্তের নির্দেশ কাশ্মীরে

জাতীয়

ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয় বা ইগনু’র অধ্যাপককে হেনস্তার অভিযোগ উঠল সেনার বিরুদ্ধে। জম্মু ও কাশ্মীর রাজৌরি জেলায় এই অভিযোগের তদন্তের জন্য শুক্রবার নির্দেশ দিয়েছে সেনা। 
সংবাদ পোর্টাল ‘দ্যা ওয়্যার’ জানাচ্ছে যে নওশেরা থানায় অভিযোগের তদন্তে এফআইআর দায়ের হয়েছে। তবে সেনার কোন কোন আধিকারিকের নামে অভিযোগ তা জানাতে অস্বীকার করেছে পুলিশ।
রাজৌরির ঘটনা নিয়ে প্রকাশ্যে অভিযোগ তোলেন পিডিপি নেত্রী মেহবুবা মুফতি। তিনি বলেছেন যে ইগনু-র সহকারী অধ্যাপক লিয়াকত আলিকে সেনা মারধর করেছে। লাম গ্রামে আক্রান্ত ওই অধ্যাপক গুজ্জর সম্প্রদায়ের। 
অধ্যাপকের এক আত্মীয় বলেছেন যে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে আক্রান্ত হয়েছেন তিনি। 
জানা গিয়েছে, কনেকে নিয়ে শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন আলি। সঙ্গে ছিলেন অন্য আত্মীয়েরা। গ্রাম রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে জিনিসপত্র নামাচ্ছিলেন। সে সময়ে চড়াও হয় কয়েকজন সেনা। পরিচিতিপত্র দেখতে চাওয়া হয়। আলি জানান যে তিনি অধ্যাপনা করেন। এরপরই শুরু হয় মারধর।

Comments :0

Login to leave a comment