Red Volunteers

অবস্থানরত শিক্ষকদের কাছে রেড ভলান্টিয়াররা

রাজ্য কলকাতা

এসএসসি অফিসের বাইরে অবস্থানরত শিক্ষকদের কাছে রেড ভলেন্টিয়াররা। বিধাননগর সংলগ্ন এলাকার রেড ভলেন্টিয়াররা পানীয় জল ও অন্যান্য সামগ্রী নিয়ে হাজির হয়েছেন। 

এখনও পর্যন্ত আচার্য সদনের বাইরে আন্দোলনকারী চাকরিহারাদের অবস্থান-বিক্ষোভ অব্যাহত।  দু’রাত হতে চলেছে রাস্তায় বসে শিক্ষক-শিক্ষিকারা। মহিলারা রয়েছে বিপুল সংখ্যায়। অথচ সরকারের তরফে তাঁদের জন্য কোনও শৌচাগারের ব্যবস্থা পর্যন্ত করা হয়নি। এই গরমে পানীয় জলের কোনও বন্দোবস্ত করা হয়নি। বরং শিক্ষা মন্ত্রী উদ্বিগ্ন ভিতরে আটকে পড়া চেয়ারম্যান সহ এসএসসি’র আধিকারিকরা ঠিকমতো খাবার পাচ্ছেন না বলে। যদিও খোলা আকাশের তলায় সূর্যের প্রখর তাপ উপেক্ষা করে সরকারি দুর্নীতিতে নিজেদের অনিশ্চিত ভবিষ্যৎকে সঙ্গে নিয়েই এখন অসম লড়াইয়ে শিক্ষকরা।

সমাজের বিভিন্ন অংশের মানুষ খাবার, পানীয় জল নিয়ে আন্দোলনে তাঁদের সংহতি জানাতে আসছেন আচার্য সদনের সামনে। চাকরিহারাদের সমর্থনে অবস্থান স্থলে জুনিয়র চিকিৎসকরা, জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস, অভয়ামঞ্চ, এবিটিএ, এআইডিডব্লিউএ সহ বিভিন্ন সংগঠন এগিয়ে আসে এবং তাঁদের সাহায্য করে। কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং প্রেসিডেন্সির ছাত্র-ছাত্রীরাও অবস্থানে যোগ দেন। চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের মহাসমাবেশের ডাকে এদিন জেলার বিভিন্ন স্কুল থেকে শিক্ষক শিক্ষিকা, প্রধান শিক্ষক-শিক্ষিকা এবং পার্শ্ব শিক্ষক-শিক্ষিকারাও যোগ দেন আন্দোলনে।  চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের আন্দোলনকে সংহতি জানাতে এদিন অবস্থান স্থলে যান যুবনেত্রী মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে ছাত্র-যুবরা।

Comments :0

Login to leave a comment