MD SALIM

‘যুক্তি তক্কো গপ্পো’, সঙ্গে সেলিম, দেখুন লাইভ

রাজ্য জেলা

CPIM TMC BJP AIKS WEST BENGAL PANCHAYAT ELECTION WEST BENGAL POLITICS 2023 BENGALI NEWS

শনিবার রাত ৮টায় শিল্পী এবং কমিউনিস্ট আন্দোলনের কর্মী দেবদূত ঘোষের মুখোমুখি হয়েছেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। দেশ ও রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেবেন তিনি। সেই ভিডিও সরাসরি দেখছেন গণশক্তি ডিজিটালের ওয়েব পোর্টালে। 

প্রশ্ন একাধিক। রয়েছে মতামতও। কী ভাবে এগতে চাইছে সিপিআই(এম)? 

এমন নানা প্রশ্নের খোলামেলা জবাব এবং  ব্যাখ্যা দেবেন মহম্মদ সেলিম। সিপিআই(এম) এই ওয়েব সম্প্রচার সিরিজের নাম দিয়েছে 'যুক্তি তক্কো গপ্পো'। মহম্মদ সেলিমকে দিয়ে শুরু হচ্ছে প্রথম পর্ব। পার্টি নেতৃবৃন্দ পরের পর্বগুলিতে বসবেন এমনই মত বিনিময়ে।

 

Comments :0

Login to leave a comment