প্রশ্ন একাধিক। রয়েছে মতামতও। কী ভাবে এগতে চাইছে সিপিআই(এম)?
এমন নানা প্রশ্নের খোলামেলা জবাব এবং ব্যাখ্যা দেবেন মহম্মদ সেলিম। সিপিআই(এম) এই ওয়েব সম্প্রচার সিরিজের নাম দিয়েছে 'যুক্তি তক্কো গপ্পো'। মহম্মদ সেলিমকে দিয়ে শুরু হচ্ছে প্রথম পর্ব। পার্টি নেতৃবৃন্দ পরের পর্বগুলিতে বসবেন এমনই মত বিনিময়ে।
Comments :0